Train route change: লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল,ট্রেনের যাত্রা পথ পরিবর্তন হল

Last Updated:

Malda News: পূর্ব মধ্য রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোন রুটের ট্রেন গুলির বাতিল ও যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে তার তালিকায় দেওয়া রয়েছে।

#মালদহ: পূর্ব মধ্য রেলওয়ের ধানবাদ ডিভিশনের গুর্পা স্টেশনে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।তার জেরে বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে, কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত ও বাতিল করা হয়েছে। পূর্ব মধ্য রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোন রুটের ট্রেন গুলির বাতিল ও যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে নিচের তালিকায় দেওয়া রয়েছে।
বাতিল ১৩৫৪৫ আসানসোল – গয়া এক্সপ্রেস যাত্রা শুরু হচ্ছে (২৬-১০-২২) তারিখে।
.*স্বল্প পরিসমাপ্তি*১৩৫৫৩ আসানসোল – বারাণসী এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৬-১০-২২) ধানবাদে সংক্ষিপ্তভাবে শেষ হয়েছে।
advertisement
১৩৫৪৬ গয়া – আসানসোল এক্সপ্রেস (যাত্রা শুরু ২৬-১০-২২) তাঙ্কুপ্পাতে সংক্ষিপ্তভাবে শেষ হয়েছে।
advertisement
*বিমুখতা* ১২৩৮১হাওড়া - নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস, ১৩১৫১ কলকাতা - জম্মু তাভি এক্সপ্রেস এবং ১২৩১৯ কলকাতা - আগ্রা ক্যান্ট। এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৬-১০-২২) আসানসোল – ঝাঝা – পটনা – পণ্ডিত হয়ে ডাইভার্ট করা হবে। আসানসোলের পরিবর্তে ডিডি উপাধ্যায় – ধানবাদ – গয়া – পণ্ডিত। ডিডি উপাধ্যায়। ১২২৬০ বিকানের - শিয়ালদহ এক্সপ্রেস, ১২৯৮৮ আজমির - শিয়ালদা এক্সপ্রেস, ১২৩৮২ নিউ দিল্লি - হাওড়া পূর্বা এক্সপ্রেস (২৫-১০-২২ তারিখে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩১৫২ জম্মু তাভি - কলকাতা এক্সপ্রেস (২৪-১০-২২) তারিখে যাত্রা শুরু হচ্ছে).ঝাঝা – আসানসোলের পরিবর্তে গয়া – ধানবাদ – আসানসোল।
advertisement
১২৪৪৪আনন্দ বিহার (টি) - হলদিয়া এক্সপ্রেস (২৫-১০-২২) তারিখে যাত্রা শুরু) পিটি হয়ে ডাইভার্ট করা হবে। ডিডি উপাধ্যায় – পটনা – ঝাঝা – আসানসোলের পরিবর্তে গয়া – ধানবাদ – আসানসোল।
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Train route change: লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল,ট্রেনের যাত্রা পথ পরিবর্তন হল
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement