Train route change: লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল,ট্রেনের যাত্রা পথ পরিবর্তন হল
Last Updated:
Malda News: পূর্ব মধ্য রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোন রুটের ট্রেন গুলির বাতিল ও যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে তার তালিকায় দেওয়া রয়েছে।
#মালদহ: পূর্ব মধ্য রেলওয়ের ধানবাদ ডিভিশনের গুর্পা স্টেশনে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।তার জেরে বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে, কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত ও বাতিল করা হয়েছে। পূর্ব মধ্য রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোন রুটের ট্রেন গুলির বাতিল ও যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে নিচের তালিকায় দেওয়া রয়েছে।
বাতিল ১৩৫৪৫ আসানসোল – গয়া এক্সপ্রেস যাত্রা শুরু হচ্ছে (২৬-১০-২২) তারিখে।
.*স্বল্প পরিসমাপ্তি*১৩৫৫৩ আসানসোল – বারাণসী এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৬-১০-২২) ধানবাদে সংক্ষিপ্তভাবে শেষ হয়েছে।
advertisement
১৩৫৪৬ গয়া – আসানসোল এক্সপ্রেস (যাত্রা শুরু ২৬-১০-২২) তাঙ্কুপ্পাতে সংক্ষিপ্তভাবে শেষ হয়েছে।
advertisement
*বিমুখতা* ১২৩৮১হাওড়া - নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস, ১৩১৫১ কলকাতা - জম্মু তাভি এক্সপ্রেস এবং ১২৩১৯ কলকাতা - আগ্রা ক্যান্ট। এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৬-১০-২২) আসানসোল – ঝাঝা – পটনা – পণ্ডিত হয়ে ডাইভার্ট করা হবে। আসানসোলের পরিবর্তে ডিডি উপাধ্যায় – ধানবাদ – গয়া – পণ্ডিত। ডিডি উপাধ্যায়। ১২২৬০ বিকানের - শিয়ালদহ এক্সপ্রেস, ১২৯৮৮ আজমির - শিয়ালদা এক্সপ্রেস, ১২৩৮২ নিউ দিল্লি - হাওড়া পূর্বা এক্সপ্রেস (২৫-১০-২২ তারিখে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩১৫২ জম্মু তাভি - কলকাতা এক্সপ্রেস (২৪-১০-২২) তারিখে যাত্রা শুরু হচ্ছে).ঝাঝা – আসানসোলের পরিবর্তে গয়া – ধানবাদ – আসানসোল।
advertisement
১২৪৪৪আনন্দ বিহার (টি) - হলদিয়া এক্সপ্রেস (২৫-১০-২২) তারিখে যাত্রা শুরু) পিটি হয়ে ডাইভার্ট করা হবে। ডিডি উপাধ্যায় – পটনা – ঝাঝা – আসানসোলের পরিবর্তে গয়া – ধানবাদ – আসানসোল।
view commentsLocation :
First Published :
October 26, 2022 2:11 PM IST