সূত্রের খবর, বৃদ্ধা রানাঘাট স্টেশনে নামতেই তিনি দেখেন তার কাছে থাকা সব টাকা উধাও। বাংলাদেশ থেকে একাই ভারতবর্ষে এসেছিলেন বৃদ্ধা। সম্বল ছিল কেবল ওইটুকু টাকা। সেই টাকা খোয়া যেতে স্টেশন চত্বরেই কান্নায় ভেঙে পড়েন বছর ৭৫-এর বৃদ্ধা। এরপরেই স্থানীয় এক সাংবাদিকের তৎপরতায় রানাঘাট থানার দ্বারস্থ হন।
আরও পড়ুনঃ সাগর থেকে পাহাড় চষছেন অধীর, রাহুল ছাড়াই হাঁটছেন 'ভারত জোড়ো যাত্রা'য়
advertisement
সাংবাদিক নিজেই টোটো করে ওই বৃদ্ধাকে পৌঁছে দেন রানাঘাট থানায়। সেখানে গিয়ে ওই বৃদ্ধা লিখিত অভিযোগ দায়ের করেন। ওই বৃদ্ধার বক্তব্য, তার জামাই ব্রেনস্টোকে আক্রান্ত। রানাঘাটের এক বেসরকারি হাসপাতালে তার জামাই ভর্তি রয়েছেন। জামাইকে দেখতে তিনি একাই ভারতবর্ষের মাটিতে পা রেখেছিলেন। সঙ্গে ছিল নগদ প্রায় ১২,০০০ টাকা। বৃদ্ধার অভিযোগ, রানাঘাট স্টেশনে তিনি যখন নামতে যান এক যুবক তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ওই যুবকই ছলে বলে কৌশলে তার ব্যাগে থাকা ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।
বাংলাদেশ থেকে আগত ঐ বৃদ্ধা রানাঘাট থানায় এলে পরেই তৎপর হয়ে ওঠে রানাঘাট থানার পুলিশ। লিখিত অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্তে নামে। স্টেশন সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ দেখতে পায় ট্রেন থেকে নেমেই ওই বৃদ্ধা অসহায় ভাবে কাঁদছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে সম্পন্ন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
Mainak Debnath