শনিবার নির্ধারিত সময়ে আকাশপথে তাহেরপুরে পৌঁছানোর কথা থাকলেও কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার জেরে হেলিকপ্টার অবতরণ সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাহেরপুর সফর নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছে এসপিজি। প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে একাধিক নির্দিষ্ট নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক থাকে।
প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ ঘটনা! ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ৪ জীবন
advertisement
মেসির ইভেন্টে বিশৃঙ্খলা হল কেন? শতদ্রু দত্তকে ইডির জিজ্ঞাসাবাদে উঠে এল নতুন তথ্য!
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কপ্টার পুনরায় কলকাতা বিমানবন্দরে ফিরে যায়। আপাতত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রয়েছেন প্রধানমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ফলে আপাতত আকাশপথের পরিবর্তে সড়কপথে তাহেরপুরে পৌঁছানোর সম্ভাবনাই বেশি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সফর ঘিরে ইতিমধ্যেই তাহেরপুরে জনসভাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হেলিপ্যাড ও সভাস্থল ঘিরে পুলিশ ও প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো। চপার না নামতে পারলেও জনসভা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য বিকল্প রুট ও যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত আকাশপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ। সেই কারণেই সড়কপথে সফরের প্রস্তুতি জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
