TRENDING:

Nadia News: পুলিশকে ধাক্কা মেরে আদালতের পাঁচিল টপকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি

Last Updated:

Nadia News: পুলিশকে ধাক্কা মেরে আদালত চত্বর থেকে পাঁচিল টপকে পালাল বিচারাধীন বন্দি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ:  আদালত চত্বরে পুলিশের কাছ থেকে পালিয়ে গেল বিচারাধীন আসামি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। নবদ্বীপ আদালত চত্বর থেকে পুলিশকে ধাক্কা মেরে বিচারাধীন আসামীর পালিয়ে যাওয়ার অভিযোগ। আদালত সূত্রে খবর অনুযায়ী বিচার প্রক্রিয়ার শেষ হলে পরে ওই ব্যক্তিকে আদালত থেকে লক আপে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আচমকাই পুলিশকে ধাক্কা মেরে পালানোর অভিযোগ ওঠে বিচারাধীন আসামীর বিরুদ্ধে। বর্তমানে অতি তৎপরতার সাথে ওই আসামির খোঁজ চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ।
আদালত সূত্রে খবর অনুযায়ী বিচার প্রক্রিয়ার শেষ হলে পরে ওই ব্যক্তিকে আদালত থেকে লক আপে নিয়ে যাওয়া হচ্ছিল
আদালত সূত্রে খবর অনুযায়ী বিচার প্রক্রিয়ার শেষ হলে পরে ওই ব্যক্তিকে আদালত থেকে লক আপে নিয়ে যাওয়া হচ্ছিল
advertisement

অভিযুক্তের নাম রাজা ধারা। বাড়ি মাজদিয়ার তেঁতুলতলায়। জানা যায় রবিবার গভীর রাতে নবদ্বীপ থানার কানাইনগর শিমুলগাছি থেকে ওই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে খবর অনুযায়ী আদালত থেকে জামিন না মেলায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বলে অনুমান পুলিশের।

সূত্রের খবর অনুযায়ী, গত ২৮ অগাস্ট গভীর রাতে মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের কানাইনগর দক্ষিণ পাড়া পেপার মিলের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনায় জড়িত হওয়ার ঘটনায় অভিযুক্ত ছিল ওই আাসামী। ঘটনার দিন ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া ঐ চার অভিযুক্তকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। সেই ঘটনায় পলাতক ছিল মাজদিয়া তেঁতুলতলা এলাকার বাসিন্দা রাজা ধারা নামে অভিযুক্ত যুবক। তার খোঁজে তদন্ত চালায় পুলিশ এবং পরে গ্রেফতার হয় অভিযুক্ত যুবক। ওই বন্ধুকে আদালতে পেশ করা হলে তার জামিন খারিজ হয়ে যায় বলে আদালত সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন : চাকরি পাইয়ে দেওয়ায় নামে প্রতারণার অভিযোগ প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে

View More

এরপর পুনরায় পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে থানার উদ্দেশ্যে নিয়ে যেতে গেলে অভিযুক্ত যুবক নিরাপত্তা রক্ষীদের কার্যত ধাক্কা মেরে পাঁচিল টপকে পালিয়ে যায় বলে অভিযোগ।

আরও পড়ুন : অমানবিক! প্রবীণ শ্বশুরকে নির্বিচারে মারধর সাব ইন্সপেক্টর পুত্রবধূর, দেখুন ভাইরাল ভিডিও

advertisement

এ বিষয়ে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন সম্পাদক দিলীপ চট্টোপাধ্যায় বলেন, " আমরা বাড়িতে ছিলাম হঠাৎ শুনতে পেলাম আসামি পালিয়ে গিয়েছে। এরপর অনেক খোঁজাখুঁজির পরও পেলাম না আর তাকে। আমরা শুনতে পেয়েছি জামিন না পাওয়ার পরেই ওর চোখে মুখের আদল বদলে যায়। তারপরেই আদালতের পিছনের দেওয়াল টোপকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ ধাওয়া করে ওকে কিন্তু খুঁজে পায়নি। পুলিশ তৎপরতার সঙ্গেই ধাওয়া করেছিল ওকে "।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

স্বাভাবিকভাবেই দিনে দুপুরে এ ধরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। যদিও ঘটনা ঘটার পর থেকে যথেষ্ট তৎপরতার সাথে আসামীর সন্ধানে তল্লাশি শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পুলিশকে ধাক্কা মেরে আদালতের পাঁচিল টপকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল