East Bardhaman News: চাকরি পাইয়ে দেওয়ায় নামে প্রতারণার অভিযোগ প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে

Last Updated:

East Bardhaman News: চাকরির প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল কাটোয়ার এক প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। এবিষয়ে এক মহিলা সহ পাঁচ জনের বিরুদ্ধে কাটোয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। 

অভিযোগ পেয়ে পুলিশ মামলা রুজু করেছে
অভিযোগ পেয়ে পুলিশ মামলা রুজু করেছে
মালবিকা বিশ্বাস, পূর্ব বর্ধমান: এসএসসিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ সামনে আসছে । রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কাটোয়ার এক প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। কাটোয়ার অগ্রদ্বীপের সুবোধ কলোনির বাসিন্দা রাকেশ সরকার এ বিষয়ে এক মহিলা সহ পাঁচ জনের বিরুদ্ধে কাটোয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
রাকেশবাবুর দাবি, অভিযুক্তরা মুর্শিদাবাদ জেলার বহরমপুর ও কুলি এলাকার বাসিন্দা । অভিযোগ পেয়ে পুলিশ মামলা রুজু করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । পুলিশকে রাকেশ সরকার জানিয়েছেন, তিনি একটি কাপড়ের দোকান চালাতেন। সেই সূত্রে মুর্শিদাবাদের ওই পাঁচ জনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাদের বাড়িতেও তাঁর যাতায়াত ছিল। অভিযোগ, প্রায় সাড়ে তিন বছর আগে ওই পাঁচ জন তাঁকে ও তাঁর দাদাকে প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষ ৫৮ হাজার ৩৭০ টাকা দাবি করে ।
advertisement
আরও পড়ুন : সকলের সাহায্যে শোধ গৃহঋণ, বিপদমুক্তির পর সকলকে কৃতজ্ঞতা প্রয়াত অভিনেতার স্ত্রীর
রাকেশবাবু ব্যবসার পুঁজি ভেঙে ও স্ত্রীর যাবতীয় গয়না বিক্রি তিনি সেই টাকা তাদের হাতে তুলে দেন। এমনকি নিজেদের বসতবাড়িটিও তাঁকে বন্ধক রাখতে হয় । টাকা নেওয়ার সময় অভিযুক্তরা তাঁকে জানিয়েছিল, ছয় মাসের মধ্যে নিয়োগপত্র মিলে যাবে । কিন্তু, ছয় মাস তো দূরের কথা, বছরের পর বছর পার হয়ে গেলেও তাঁদের দুই ভাইয়ের কেউই নিয়োগপত্র পাননি ।
advertisement
advertisement
আরও পড়ুন :  মাথায় আঘাত থেকে রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাত, আর যা যা জানা গেল সাইরাস মিস্ত্রির অটোপ্সি রিপোর্টে
জানা গিয়েছে, রাকেশ সরকারের সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে। সর্বস্ব খুইয়ে এখন সংসার চালানোই দায় হয়ে গেছে রাকেশের। সেই কারণে কয়েকমাস আগে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন রাকেশের স্ত্রী। ওই টাকা ফেরত না পেলে তাঁরা শেষ হয়ে যাবেন বলেই জানান রাকেশ ।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: চাকরি পাইয়ে দেওয়ায় নামে প্রতারণার অভিযোগ প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement