সকলের সাহায্যে শোধ গৃহঋণ, বিপদমুক্তির পর সকলকে কৃতজ্ঞতা প্রয়াত অভিনেতার স্ত্রীর

Last Updated:

Deepesh Bhan's wife thanks everyone : ৫০ লক্ষ টাকা গৃহঋণ শোধ করার ক্ষেত্রে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান ৷

অভিনেতার মৃত্যুতে গৃহঋণ শোধ করার সমস্যায় বিপাকে পড়ে তাঁর পরিবার
অভিনেতার মৃত্যুতে গৃহঋণ শোধ করার সমস্যায় বিপাকে পড়ে তাঁর পরিবার
মুম্বই : দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে ধন্যবাদ জানালেন প্রয়াত অভিনেতা দীপেশ ভানের স্ত্রী ৷ ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন প্রয়াত অভিনেতার স্ত্রী ৷ ৫০ লক্ষ টাকা গৃহঋণ শোধ করার ক্ষেত্রে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান ৷ প্রসঙ্গত জনপ্রিয় টিভি সিরিজ ‘ভাবীজি ঘর পর হ্যায়ঁ’-এর মলখন চরিত্রের অভিনেতা দীপেশ জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ৷
অভিনেতার মৃত্যুতে গৃহঋণ শোধ করার সমস্যায় বিপাকে পড়ে তাঁর পরিবার ৷ তাঁদের পাশে দাঁড়ান দীপেশের সহ-অভিনেতা সৌম্যা ট্যান্ডন ৷ তিনি ইনস্টাগ্রামে আবেদন করেন সকলের কাছে ৷ যাতে নেটিজেনদের সাহায্যে ৫০ লক্ষ টাকা গৃহঋণ শোধ করতে পারেন দীপেশের পরিবার ৷ এই উদ্যোগের জন্য সৌম্যা ও বিনাইফের নাকরা কোহলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷ দীপেশের স্ত্রী, দেড় মাসের সন্তানের মা মেঘা সামাজিক মাধ্যমে লেখেন ‘‘আপনারা দেবদূতের মতো ৷ ঈশ্বর আপনাদের পাশে সব সময় থাকবেন ৷ আপনাদের সকলকে খুব ভালবাসি ৷’’
advertisement
মেঘা আরও বলেন, ‘জুলাই মাসে ওঁর অপ্রত্যাশিত মৃত্যুর পর মানসিক ও আর্থিক ভাবে খুবই ভেঙে পড়েছিলাম ৷ বড় অঙ্কের গৃহঋণ চলছিল ৷ শোধ করার কোনও উপায়ও ছিল না আমার কাছে ৷ ভাবীজি ঘর পর হ্যায়ঁ-এর অভিনেত্রী সৌম্যা সে সময় আমার কাছে আসেন ৷ উনি আমাকে এত সাহায্য করেছেন যে মাত্র ১ মাসেই আমি ঋণ শোধ করতে পেরেছি ৷ ’’ তিনি বলেন যাঁরা বিপদে তাঁর পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ জানাতেই এই ভিডিও ৷
advertisement
advertisement
অভিনেতার মৃত্যুতে গৃহঋণ শোধ করার সমস্যায় বিপাকে পড়ে তাঁর পরিবার অভিনেতার মৃত্যুতে গৃহঋণ শোধ করার সমস্যায় বিপাকে পড়ে তাঁর পরিবার
আরও পড়ুন : মাথায় আঘাত থেকে রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাত, আর যা যা জানা গেল সাইরাস মিস্ত্রির অটোপ্সি রিপোর্টে
ধারাবাহিকের প্রযোজক বিনাইফের নাকরা কোহলির প্রতিও ধন্যবাদ জানান মেঘা ৷ তিনি বরাবর তাঁদের পাশে ছিলেন ৷ হৃদয়ের অন্তঃস্থল থেকে তাঁদের দু’জনকে কৃতজ্ঞতা জানিয়েছেন দীপেশের স্ত্রী ৷ তাঁর এই ভিডিওতে সৌম্যা লিখেছেন, ‘‘তোমাদের জন্য অনেক ভালবাসা ৷ আমি নিশ্চিত উপরে কোথাও দীপেশও খুব খুশি হয়েছে ৷ ’’
advertisement
আরও পড়ুন :  'বলছি, ওদিকে যাস না!' মায়ের বারণ কি আর ছানা-হাতি শোনে; পরের ঘটনা ভিডিওয় ভাইরাল হতে সময় নিল না মোটে!
‘ভাবীজি ঘর পর হ্যায়ঁ’ ছাড়াও ছোট পর্দায় আরও বেশ কিছু কৌতুক চরিত্রে অভিনয় করেছেন দীপেশ ৷ ‘তারক মেহতা কা উল্টা চশমা’, ‘মে আই কাম ইন ম্যাডাম’ টিভি সিরিজে তাঁর অভিনয় পছন্দ করেছিলেন দর্শকরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সকলের সাহায্যে শোধ গৃহঋণ, বিপদমুক্তির পর সকলকে কৃতজ্ঞতা প্রয়াত অভিনেতার স্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement