Cyrus Mistry Autopsy Report : মাথায় আঘাত থেকে রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাত, আর যা যা জানা গেল সাইরাস মিস্ত্রির অটোপ্সি রিপোর্টে

Last Updated:

Cyrus Mistry Autopsy Report : সাইরাসের মাথার আঘাত অত্যন্ত গুরুতর ছিল বলে বলা হয়েছে অটোপ্সিতে ৷ এই আঘাত থেকেই তীব্র রক্তক্ষরণ হয় ৷ পাশাপাশি তাঁর বুক, থাই ও ঘাড়েও একাধিক ফ্র্যাকচার ছিল

গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন সাইরাস মিস্ত্রি
গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন সাইরাস মিস্ত্রি
মুম্বই : টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি এবং তাঁর পারিবারিক বন্ধু জাহাঙ্গির পান্ডোলের মৃত্যুর কারণ মাথা এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গুরুতর আঘাত ৷ জানা গিয়েছে অটোপ্সি রিপোর্টে ৷ সাইরাসের মাথার আঘাত অত্যন্ত গুরুতর ছিল বলে বলা হয়েছে অটোপ্সিতে ৷ এই আঘাত থেকেই তীব্র রক্তক্ষরণ হয় ৷ পাশাপাশি তাঁর বুক, থাই ও ঘাড়েও একাধিক ফ্র্যাকচার ছিল ৷ জেজে হাসপাতালের চিকিৎসকদের মত, মানবদেহে অত্যন্ত বেশি ঝাঁকুনি ও ধাক্কার ফলে এই পরিণতি হতে পারে ৷
রবিবার গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন সাইরাস মিস্ত্রি ৷ তবে এই টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান এই যাত্রায় একা ছিলেন না ৷ তাঁর সঙ্গে ছিলেন পারিবারিক বন্ধু দুই পন্ডোলে ভাই, দারায়ুস এবং জাহাঙ্গির এবং দারায়ুসের স্ত্রী অনাহিতা ৷ তাঁদের সঙ্গে সাইরাস গিয়েছিলেন উড়ওয়াড়া এলাকায় পার্সি সম্প্রদায়ের প্রধান অগ্নিমন্দিরে ৷ শেষকৃত্যের প্রার্থনায় অংশ নিতে গিয়েছিলেন তাঁরা ৷ দারায়ুস ও জাহাঙ্গিরের বাবা দীনশ’ গত সপ্তাহে প্রয়াত হয়েছেন ৷ তাঁর প্রয়াণেই এই প্রার্থনার আয়োজন করা হয়েছিল ৷
advertisement
অগ্নিমন্দিরে প্রার্থনা সেরে মুম্বই ফেরার পথে গাড়ি চালাচ্ছিলেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা দারিয়ুসের স্ত্রী অনাহিতা পন্ডোলে ৷ তাঁর পাশের আসনে ছিলেন দারায়ুস ৷ দু’জনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ গাড়ির পিছনের আসনে ছিলেন সাইরাস এবং দারায়ুসের ভাই জাহাঙ্গির ৷ দু’জনেই প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় ৷
advertisement
আরও পড়ুন : অমানবিক! প্রবীণ শ্বশুরকে নির্বিচারে মারধর সাব ইন্সপেক্টর পুত্রবধূর, দেখুন ভাইরাল ভিডিও
দুর্ঘটনার পর সাইরাস এবং জাহাঙ্গিরের দেহ নিয়ে যাওয়া হয় পালঘরের স্থানীয় হাসপাতালে ৷ সেখান থেকে তাঁদের দেহ পাঠানো হয় জেজে হাসপাতালে ৷ গভীর রাতে সেখানেই অটোপ্সি করা হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন সাইরাসের মতো জাহাঙ্গিরের দেহেও মাথা-সহ একাধিক অঙ্গে গুরুতর আঘাত ছিল ৷ চিকিৎসকদের দাবি, এরকম আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হওয়া অস্বাভাবিক নয় ৷
advertisement
জেজে হাসপাতালের তরফে জানানো হয়েছে সাইরাস ও জাহাঙ্গিরের ভিসেরা নমুনা পাঠানো হবে কালিনায় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ৷ ইতিমধ্যেই কোনও রাসায়নিক, অ্যালকোহল, বিষের উপস্থিতি আছে কিনা জানার জন্য ভিসেরা অ্যানালিসিস করা হয়েছে ৷ সূত্র থেকে জানা গিয়েছে, ডিএনএ পরীক্ষার জন্যও নমুনা রাখা হয়েছে ৷ মঙ্গলবার মুম্বইয়ের ওরলিতে সাইরাস মিস্ত্রির শেষকৃত্য সম্পন্ন করা হবে ৷ জাহাঙ্গিরের শেষকৃত্যও সম্পন্ন হবে এদিন বিকেলে ৷
advertisement
আরও পড়ুন :  চালকের আসনে ছিলেন নামী মহিলা চিকিৎসক, সাইরাসের সঙ্গে মার্সিডিজে ছিলেন তাঁর পারিবারিক বন্ধুরা
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মার্সিডিজের আরও দুই আরোহী তথা সাইরাস মিস্ত্রির পারিবারিক বন্ধু অনাহিতা পন্ডোলে ও তাঁর স্বামী দারায়ুস ৷ অনাহিতার অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ তার স্বামী দারায়ুসের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Cyrus Mistry Autopsy Report : মাথায় আঘাত থেকে রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাত, আর যা যা জানা গেল সাইরাস মিস্ত্রির অটোপ্সি রিপোর্টে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement