Cyrus Mistry : চালকের আসনে ছিলেন নামী মহিলা চিকিৎসক, সাইরাসের সঙ্গে মার্সিডিজে ছিলেন তাঁর পারিবারিক বন্ধুরা

Last Updated:

Cyrus Mistry Accident : অগ্নিমন্দিরে প্রার্থনা সেরে মুম্বই ফেরার পথে গাড়ি চালাচ্ছিলেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা দারিয়ুসের স্ত্রী অনাহিতা পন্ডোলে

গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন সাইরাস মিস্ত্রি
গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন সাইরাস মিস্ত্রি
মুম্বই : গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন সাইরাস মিস্ত্রি ৷ তবে এই টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান এই যাত্রায় একা ছিলেন না ৷ তাঁর সঙ্গে ছিলেন পারিবারিক বন্ধু দুই পন্ডোলে ভাই, দারায়ুস এবং জাহাঙ্গির এবং দারায়ুসের স্ত্রী অনাহিতা ৷ তাঁদের সঙ্গে সাইরাস গিয়েছিলেন উড়ওয়াড়া এলাকায় পার্সি সম্প্রদায়ের প্রধান অগ্নিমন্দিরে ৷ শেষকৃত্যের প্রার্থনায় অংশ নিতে গিয়েছিলেন তাঁরা ৷ দারায়ুস ও জাহাঙ্গিরের বাবা দীনশ’ গত সপ্তাহে প্রয়াত হয়েছেন ৷ তাঁর প্রয়াণেই এই প্রার্থনার আয়োজন করা হয়েছিল ৷ কয়েক বছর ধরে এই অগ্নিমন্দিরের সংস্কার করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে ৷ সম্পূর্ণ ব্যয় বহন করা হয়েছিল মিস্ত্রি পরিবারের তরফে ৷ বছরখানেক আগে মন্দিরের দ্বার ফের খুলে গিয়েছে ৷
অগ্নিমন্দিরে প্রার্থনা সেরে মুম্বই ফেরার পথে গাড়ি চালাচ্ছিলেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা দারিয়ুসের স্ত্রী অনাহিতা পন্ডোলে ৷ তাঁর পাশের আসনে ছিলেন দারায়ুস ৷ দু’জনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ গাড়ির পিছনের আসনে ছিলেন সাইরাস এবং দারায়ুসের ভাই জাহাঙ্গির ৷ দু’জনেই প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় ৷
advertisement
advertisement
প্রসঙ্গত দেশের বণিক মহলে পন্ডোলে পরিবারও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ ৬০ বছর বয়সি দারায়ুস হলেন মুম্বইয়ের জেএম ফিনান্সিয়াল প্রাইভেট ইক্যুইটির ম্যানেজিং ডিরেক্টর ৷ টাটা গোষ্ঠীর ডিরেক্টর পদেও ছিলেন তিনি ৷ টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাসের অপসারণের পর দারায়ুসও পদত্যাগ করেন ৷ এই পন্ডোলে পরিবারই ছিল ঠান্ডা পানীয় ‘ডিউকস’-এর কর্ণধার ৷ ২০ বছর আগে সংস্থার সত্ত্ব তারা বিক্রি করে দেয় পেপসি-র কাছে ৷ পন্ডোলে পরিবারের বধূ অনাহিতাও স্বমহিমায় উজ্জ্বল ৷ ৫৫ বছর বয়সি এই নামী চিকিৎসক যুক্ত ছিলেন বেআইনি হোর্ডিং অপসারণ কর্মকাণ্ডের সঙ্গেও ৷ পাশাপাশি তিনি ‘জীয়ো পার্সি’ প্রকল্পেরও অন্যতম মুখ ৷ এই সম্প্রদায়ের ক্ষয়িষ্ণুমান ধারা বাঁচিয়ে রাখতে তিনি উদ্যোগী ৷
advertisement
আরও পড়ুন :  উত্তরাখণ্ডে ফের ভয়াবহ ধস, আটকে বাংলার পর্যটকেরা! মৃত্যু ট্রেকারের
পুলিশ সূত্রে জানা গিয়েছে মুম্বই থেকে ১০০ কিমি দূরে পালঘর এলাকায় দ্রুতগতিতে ছুটে আসার জেরেই দুর্ঘটনা ঘটে ৷ তবে প্রাথমিক এই রিপোর্টের পাশাপাশি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে ৷ খতিয়ে দেখা হবে দুর্ঘটনাস্থল ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Cyrus Mistry : চালকের আসনে ছিলেন নামী মহিলা চিকিৎসক, সাইরাসের সঙ্গে মার্সিডিজে ছিলেন তাঁর পারিবারিক বন্ধুরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement