সকালে এলাকাবাসীরা তাদেরকে ফোন করে জানায়, ফুল তুলতে গিয়ে সকলে লক্ষ্য করে প্রথম গেট খোলা, এবং দরজার পরপর পাঁচটি তালা ভাঙা। ঘরের সমস্ত জিনিস এলোমেলো, আলমারির লকার ভাঙা। এরপর মালিকদের নির্দেশে প্রণব বাবু ফিরে আসেন শান্তিপুরের বাড়িতে, তিনি আপাতত লক্ষ্য করেছেন, আলমারির লকারে থাকা কিছু রুপোর গহনা, ঠাকুরের কাঁসা পিতলের বাসন আনুমানিক ৫০০০ টাকা এবং একটি চালের ড্রাম রাখা চাল পাওয়া যাচ্ছে না।
advertisement
আরও পড়ুন: মিউজিকের তালে তালে হাঁটছেন সুন্দরীরা! চর্চায় অশোকনগর! ভিডিওতে চমক! জানুন
মালিকপক্ষ শান্তিপুর থানায় জানায়, গোটা বিষয়টি এরপর শান্তিপুর থানার পুলিশ এসে খতিয়ে দেখে যায়।এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, মালিকরা কালীপুজো সহ বছরে বেশ কয়েকবার আসেন।তবে এ ধরনের ঘটনা এ বাড়িতে কখনো ঘটেনি। কিন্তু আশেপাশে চুরির প্রবণতা ক্রমশ বাড়ছে তাই পুলিশি হস্তক্ষেপ দাবি করেছেন তারা। অন্যদিকে এই বাড়িতে প্রণব বাবুরা স্বামী-স্ত্রী একা থাকার কারণে, এ ধরনের ঘটনায় আতঙ্কিত।তবে তিনি জানান মালিকপক্ষ মায়ের মূল্যবান গহনা পুজোর সময় নিয়ে আসেন এবং তা পুজো শেষে নিয়ে যান। তাই বড়সড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে।
Mainak Debnath