Ashoknagar | Viral Video: মিউজিকের তালে তালে হাঁটছেন সুন্দরীরা! চর্চায় অশোকনগর! ভিডিওতে চমক! জানুন

Last Updated:

Ashoknagar | Viral Video: এমন ঘটনা অশোকনগরে এই প্রথম! শেষ পর্যন্ত যা হল! জানলে অবাক হবেন

+
সুন্দরীরা

সুন্দরীরা

উত্তর ২৪ পরগনা: মিউজিকের তালে তালে একে একে হেঁটে আসছে সুন্দরীরা, সামনে ক্যামেরার ঝলকানি। দর্শক আসনে বসে উপভোগ করছেন সকল বয়সের দর্শকরা। একের পর এক সুন্দরী মডেলরা ক্যাট ওয়াক করে মঞ্চ মাতালেন অশোকনগরে। শুধু মডেলরাই নয়, মঞ্চে হাঁটতে দেখা যায় মডেলদের সাজিয়ে তোলা মেকাপ আর্টিস্টদেরও। আর এর মধ্যে দিয়েই বর্তমান কর্মহীন পরিস্থিতি কাটিয়ে, স্বনির্ভরতার সঙ্গে উপার্জনের পথের দিশা দেখল একটি বেসরকারি ইনস্টিটিউট।
সমাজের দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাও যে আজ প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, তার জন্যই বেসরকারি ওই ইনস্টিটিউট এর তরফ থেকে ছেলে মেয়েদের নানা কোর্স চালু করেছে। যার মাধ্যমে স্বল্প ব্যয়ের মাধ্যমে মফরসল আর্থিকভাবে পিছিয়ে পরা গ্রামের মহিলারাও এগিয়ে আসতে পারেন অনেকটাই। বর্তমান যুগে সৌন্দর্য বিশেষ গুরুত্ব পায় সমাজে। আর তাই বিভিন্ন অনুষ্ঠানে মেকআপ আর্টিস্টদের চাহিদা, বৃদ্ধি পেয়েছে অনেকটাই। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে মডেল হওয়ার স্বপ্নও তৈরি হয়।
advertisement
advertisement
কিভাবে কোন পদ্ধতিতে সঠিক পথে এগিয়ে যাওয়া যাবে তা তুলে ধরতেই এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর শহীদ সদন মঞ্চে আয়োজন করা হয় একটি র‍্যাম্প শো-র। উপস্থিত ছিলেন বিচারকরাও। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুণী মানুষদের উপর দায়িত্ব ছিল সবদিক বিচার করে সেরা সুন্দরী ও সেরা মেকআপ আর্টিস্টকে খুঁজে নেওয়ার। কেউ ট্রেডিশনাল, কেউ আবার ওয়েস্টার্ন সাজে দৃষ্টি আকর্ষণ করলেন দর্শকদের।র‍্যাম্পে তাদের সঙ্গ দিলেন সুন্দরীদের অপরুপ করে তোলা মেকআপ আর্টিস্টরাও। প্রায় কুড়ি জন প্রতিযোগীর মধ্যে থেকে বেছে নেওয়া হল সেরার সেরাকে। বেসরকারি ইনস্টিটিউটের তরফ থেকে করা হল পুরস্কৃত। শহরাঞ্চল ছেড়ে মফস্বলে এ ধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি প্রতিযোগীরাও।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Ashoknagar | Viral Video: মিউজিকের তালে তালে হাঁটছেন সুন্দরীরা! চর্চায় অশোকনগর! ভিডিওতে চমক! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement