আজও হল না তার ব্যতিক্রম, প্রথাগত নিয়ম মেনেই মহাসমারোহে ভক্তদের সমাগমে পালিত হলমা শীতলার পুজো। জানা যায় পুজোর দিনে এলাকার সমস্ত মানুষের বাড়ি থাকে অরন্ধন। অর্থাৎ এলাকার কোন বাড়িতেই এদিন রান্না করা হয় না। গতকালের রান্না করা ঠান্ডা খাবারই প্রত্যেকে গ্রহণ করবেন বলে জানা যায়। এমনকি মাকেও ঠান্ডা ভোগ, কাঁচা দুধ, ডাব ইত্যাদি অর্পণ করা হবে।
advertisement
আরও পড়ুন: খাবেন নাকি 'তাইফু মোমো'? দেখলেই জিভে জল! রইল ভুটানের জনপ্রিয় মোমোর হদিশ
সকাল থেকেই চলছে এই পূজা অর্চনা। দূর দূরান্ত থেকে স্থানীয় বহিরাগত ভক্তরা এসে মায়ের পুজো দেন আজকের দিনে। প্রশাসনের ভূমিকাও ছিল তৎপর। সুষ্ঠ ভাবে যাতে ভক্তরা পুজো দিতে পারেন এবং কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে তৎপর ছিলেন কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসন।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 7:38 PM IST