এরপর ভুলবশত ট্রেনের বাংকারে রেখেই স্টেশনে নেমে যান ওই যুবক। এরপর হঠাৎ মনে পড়ে তার সাথে তার ল্যাপটপ ব্যাগ নেই। যুবক জানায় ওই ব্যাগের মধ্যে ল্যাপটপ ছাড়াও ছিল তার মোবাইল ফোন ও জরুরী কিছু কাগজপত্র। ল্যাপটপ হারিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যায় ওই যুবক। এরপর কৃষ্ণনগর লোকাল ধরে যুবক হালিশহরের দিকে যাচ্ছিলেন। এরপরই ওই যুবকের কাছে ফোন আসে রানাঘাট রেল পুলিশের তরফ থেকে।
advertisement
তৎক্ষণাৎ ওই যুবক রানাঘাট রেল পুলিশ অফিসে গিয়ে যোগাযোগ করেন। নিজের পরিচয় দেন এবং উপযুক্ত প্রমাণ ও তথ্য দেওয়ার পর রানাঘাট রেল পুলিশের তরফ থেকে হারিয়ে যাওয়া ল্যাপটপ ওই যুবককে ফেরত দেওয়া হয়। হারিয়ে যাওয়া ল্যাপটপও জরুরি জিনিসপত্র ফিরে পেয়ে স্বভাবতই খুশি ওই যুবক। তিনি জানান হারানোর পরে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। তিনি আশাও করতে পারেননি এত তাড়াতাড়ি রেল পুলিশের তৎপরতায় ব্যাগটি ফেরত পাবেন।
রানাঘাট রেল পুলিশ আধিকারিক জানান, আমরা খবর পাই বিবাদীবাগ কৃষ্ণনগর লোকালে একটি ল্যাপটপ সময় ব্যাগ পাওয়া গিয়েছে। ব্যাগটি উদ্ধার করে আমরা দেখি ব্যাগের মধ্যে ল্যাপটপ মোবাইল ফোন এছাড়াও জরুরী কিছু কাগজপত্র রয়েছে। এরপরই তদন্ত করে ল্যাপটপ এর মালিককে ফোন করা হয়। তিনি আসলে পরে ল্যাপটপ সমেত ব্যাগটি তাকে ফেরত দেওয়া হয়।
Mainak Debnath