TRENDING:

Nadia News: ট্রেনেই ভুল করে ল্যাপটপ ফেলে গেলেন যুবক! কয়েক ঘণ্টার মধ্যে ঘটে গেল চমৎকার!

Last Updated:

Nadia News: ট্রেনে ভুলবশত ল্যাপটপ ব্যাগ রেখে নেমে যায় যুবক, এরপর তিন ঘণ্টার মধ্যে ঘটল সেই অবাক কাণ্ড! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: ফের বড়সড় সাফল্য রানাঘাট রেল পুলিশের। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এক যুবকের হারিয়ে যাওয়া ল্যাপটপ ব্যাগ উদ্ধার করে ফেরত দিল রানাঘাট রেল পুলিশ। নিজের হারিয়ে যাওয়া ল্যাপটপ ফেরত পেয়ে খুশি যুবক।কৃষ্ণনগরের বাসিন্দা গৌরাঙ্গ মালাকার কৃষ্ণনগর বিবাদীবাগ লোকালে ওই যুবক উঠে তার ল্যাপটপ সমেত ব্যাগটি ট্রেনের বাংকারে রাখেন।
advertisement

এরপর ভুলবশত ট্রেনের বাংকারে রেখেই স্টেশনে নেমে যান ওই যুবক। এরপর হঠাৎ মনে পড়ে তার সাথে তার ল্যাপটপ ব্যাগ নেই। যুবক জানায় ওই ব্যাগের মধ্যে ল্যাপটপ ছাড়াও ছিল তার মোবাইল ফোন ও জরুরী কিছু কাগজপত্র। ল্যাপটপ হারিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যায় ওই যুবক। এরপর কৃষ্ণনগর লোকাল ধরে যুবক হালিশহরের দিকে যাচ্ছিলেন। এরপরই ওই যুবকের কাছে ফোন আসে রানাঘাট রেল পুলিশের তরফ থেকে।

advertisement

তৎক্ষণাৎ ওই যুবক রানাঘাট রেল পুলিশ অফিসে গিয়ে যোগাযোগ করেন। নিজের পরিচয় দেন এবং উপযুক্ত প্রমাণ ও তথ্য দেওয়ার পর রানাঘাট রেল পুলিশের তরফ থেকে হারিয়ে যাওয়া ল্যাপটপ ওই যুবককে ফেরত দেওয়া হয়। হারিয়ে যাওয়া ল্যাপটপও জরুরি জিনিসপত্র ফিরে পেয়ে স্বভাবতই খুশি ওই যুবক। তিনি জানান হারানোর পরে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। তিনি আশাও করতে পারেননি এত তাড়াতাড়ি রেল পুলিশের তৎপরতায় ব্যাগটি ফেরত পাবেন।

advertisement

রানাঘাট রেল পুলিশ আধিকারিক জানান, আমরা খবর পাই বিবাদীবাগ কৃষ্ণনগর লোকালে একটি ল্যাপটপ সময় ব্যাগ পাওয়া গিয়েছে। ব্যাগটি উদ্ধার করে আমরা দেখি ব্যাগের মধ্যে ল্যাপটপ মোবাইল ফোন এছাড়াও জরুরী কিছু কাগজপত্র রয়েছে। এরপরই তদন্ত করে ল্যাপটপ এর মালিককে ফোন করা হয়। তিনি আসলে পরে ল্যাপটপ সমেত ব্যাগটি তাকে ফেরত দেওয়া হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ট্রেনেই ভুল করে ল্যাপটপ ফেলে গেলেন যুবক! কয়েক ঘণ্টার মধ্যে ঘটে গেল চমৎকার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল