এবার বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া প্রায় ১০৪ টি মোবাইল ফোন উদ্ধার করে তিনটি থানায় এলাকার মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিলেন রানাঘাট জেলা পুলিশ। উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত, রানাঘাট পুলিশ জেলার প্রবীর মন্ডল সহ একাধিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুন: গজলডোবা না ডাল লেক? এবার শিকারা ভ্রমণ হাতের মুঠোয়, জানুন
রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপারের তত্ত্বাবধানে মোবাইল ফোন গুলিকে নির্দিষ্ট মালিকের হাতে তুলে দেওয়া হলো বলে জানা যায়। সূত্রের খবর অনুযায়ী শান্তিপুর থানার এসআই প্রভাস সাহা, তাহেরপুর থানার এসআই তারিফ আজিজ, রানাঘাট থানার এস আই জামিল শেখ তাদের অক্লান্ত পরিশ্রমে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়। এবং তারপরেই মোবাইল ফোন গুলিকে উপযুক্ত প্রমাণ সহকারে তাদের নির্দিষ্ট মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই নিজের হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফেরত পেয়ে খুশি সকলেই।
আরও পড়ুন: জাঁকিয়ে শীত কবে থেকে? রাজ্যে হিমেল আমেজের দারুণ আপডেট আবহাওয়া দফতরের, জানুন
উল্লেখ্য, মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। বাড়িতে কিংবা বাইরে বেশিরভাগ সময়ই আমরা মোবাইল ফোন ব্যবহার করে থাকি। পথ চলতে ট্রেনে কিংবা বাসে মোবাইল ফোন ব্যবহার করার সময়ে অনেক ক্ষেত্রেই হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়। প্রশাসন পরামর্শ দিচ্ছেন স্থানীয় থানায় হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া ফোনের অবশ্যই লিখিত ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ডায়েরি মোবাইলের মালিকের করার। এর ফলে ভবিষ্যতে ওই মোবাইল ফোন থেকে কোনরকম অসৎ কাজ করা হলে মোবাইল ফোনের মালিকের উপর সেই কাজের কোন দোষারোপের সম্ভাবনা থাকে না। এবং পুলিশের সাইবার সেল এর মাধ্যমে বেশিরভাগ সময়ই হারানো ফোন ফেরত পাওয়ার সম্ভাবনাও থেকে যায়।
মৈনাক দেবনাথ