গজলডোবা না ডাল লেক? এবার শিকারা ভ্রমণ হাতের মুঠোয়, জানুন

Last Updated:

কাশ্মীর মানেই বরফের পাহাড়, ডাল লেক, শিকারা। পর্যটকদের অন্যতম আকর্ষণের সেই শিকারা ভ্রমণের সাধ এবার পূরণ করা যাবে গজলডোবায় বেড়াতে এলে।

গজলডোবা (ফাইল ছবি)
গজলডোবা (ফাইল ছবি)
#জলপাইগুড়ি: গজলডোবায় এবার এক টুকরো ডাল লেক। জলপাইগুড়ি বেড়াতে এলে এবার গজলডোবার জলাশয়ে শিকারা ভ্রমনের স্বাদ পাবেন পর্যটকেরা। এমনই অভিনব ভাবনা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের।
কাশ্মীর মানেই বরফের পাহাড়, ডাল লেক, শিকারা। পর্যটকদের অন্যতম আকর্ষণের সেই শিকারা ভ্রমণের সাধ এবার পূরণ করা যাবে গজলডোবায় বেড়াতে এলে। ভোরের আলোয় বেড়াতে আসা পর্যটকের জন্য এবার গজোলডোবা লেকে শিকারা নামাবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। তবে কাশ্মীরের মতো শিকারায় রাত্রি যাপনের ব্যবস্থা নেই। এখানে অন্যান্য সুবিধা পাবেন পর্যটকেরা।
আরও পড়ুন: জানা গেল সেই 'গার্লফ্রেন্ডের' পরিচয়, শ্রদ্ধাকে ৩৫ টুকরো করার পর তাঁকেই ফ্ল্যাটে ডাকত আফতাব!
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজোলডোবাতে তিস্তা নদীর ওপরে ব্যারেজ তৈরি হয়েছিল বহু বছর আগে। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে ব্যারেজ এলাকার সৌন্দার্যায়ণ করায় বর্তমানে গজোলডোবা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। গজলডোবাকে কেন্দ্র করে ভোরের আলো প্রকল্প পর্যটকদের আকর্ষণ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবার সেই গজলডোবা লেকে শিকারা নামানোর পরিকল্পনা নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আরও পড়ুন: সারাক্ষণ শীত করে? সাবধান, বড় রোগের লক্ষণ হতে পারে! জানুন
সংস্থার চেয়ারম্যান সৈকত চক্রবর্তী জানান, কাশ্মীরের ডাল লেকে যে ধরনের শিকারা রয়েছে ঠিক একই রকম শিকারা এখানে চলবে। অভিজ্ঞ মাঝিদের দিয়ে ওই শিকারা চালানো হবে। পর্যটকদের নিরাপত্তায় থাকবে রেসকিউ টিমের ব্যবস্থা। এতে কিছু কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে বলেও আশাবাদী তিনি।
advertisement
শান্তনু কর
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গজলডোবা না ডাল লেক? এবার শিকারা ভ্রমণ হাতের মুঠোয়, জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement