জানা যায় শুক্রবার রাতে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের ষড়ভুজ বাজার মোড় সিদ্ধেশ্বরী মন্দির এলাকায় একটি টোটো গাড়ি এক পথচারীকে চলন্ত অবস্থায় সজরে ধাক্কা মারে, ঘটনাস্থলে গুরুতর আহত হয় পথচারী। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। এরপর তার গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে, তৎক্ষণাৎ তিনি ওই আহত ব্যক্তিকে রাস্তা থেকে তুলে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
advertisement
আরও পড়ুন - ভৈরব পুজোর পরেই এল চরম দুঃসংবাদ, দেবমূর্তির গা থেকে চুরি গেল লক্ষাধিক টাকার গয়না
শুধু তাই নয় দীর্ঘক্ষণ নিজেই কথা বলেন চিকিৎসকদের সাথে, ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি কোন পর্যায়ে আছে তাও জানার চেষ্টা করেন চিকিৎসকদের কাছ থেকে। যদিও আহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। আহত ব্যক্তির বেশ খানিকটা সময় চিকিৎসার পর অনেকটাই সুস্থ আছে বলে জানা যায়। আহত ব্যক্তির অভিযোগ, তিনি পায়ে হেঁটে রাস্তা পারাপার করছিলেন তখনই একটি টোটো গাড়ি দ্রুতগতিতে এসে তাকে সজরে ধাক্কা মারে বলে জানা যায়।
আরও পড়ুন - ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন কমিটির দায়িত্বে কী এবার অজিত আগরকর
যদিও ঘাতক টোটো গাড়িচালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পাওয়া মাত্রই শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায় আহত ব্যক্তির পরিবারের লোকজন, এবং তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর এই উদ্যোগে সাধুবাদ জানান। তবে অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় ওই পথচারী।
Mainak Debnath