ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন কমিটির দায়িত্বে কী এবার অজিত আগরকর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বর্তমানে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ। তবে জাতীয় দলের নির্বাচন কমিটির প্রধান পদে কাজ করতে হলে তাঁকে দিল্লি ক্যাপিটাল্সের কোচিংয়ের চাকরি ছাড়তে হবে।
#মুম্বই: নতুন বিসিসিআই নির্বাচন কমিটি: টি-টোয়েন্টি বিশ্বকাপের বিপর্যয়ের পরে বিসিসিআই পুরো নির্বাচক কমিটিকে বরখাস্ত করার পরে প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকর মাঠে ফিরতে চলেছে। আগরকর আগেরবারও নির্বাচন কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে ছিলেন,- কিন্তু তিনি শেষবার চাকরি হাত ফস্কে যায়। InsideSport- র প্রকাশিত খবর অনুযায়ি ফের একবার অজিত আগরকর এই পোস্টের জন্য আবেদন করতে প্রস্তুত।
বর্তমানে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ। তবে জাতীয় দলের নির্বাচন কমিটির প্রধান পদে কাজ করতে হলে তাঁকে দিল্লি ক্যাপিটাল্সের কোচিংয়ের চাকরি ছাড়তে হবে।
advertisement
বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করলেও এই খবর দিয়েছেন৷ তিনি বলেছেন, “আমরা আজ অজিতের সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। তিনি তাঁর আইপিএল ভূমিকা ছেড়ে নির্বাচকদের চাকরির জন্য আবেদন করবেন কিনা তা সম্পূর্ণরূপে তার সিদ্ধান্তের বিষয়। তবে স্পষ্টতই, তিনি গতবার খুবই দৌড়ে ছিলেন এবং আমরা তাঁকে পেলে খুশি হব।’’
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘আইপিএল ছাড়াও তিন ফরম্যাটেই খেলার অনেক অভিজ্ঞতা সম্পন্ন, পাশাপাশি তিনি একজন তরুণ। তাঁর ইনপুট এবং অভিজ্ঞতা অমূল্য হবে, তিনি তরুণ খেলোয়াড়দের সঙ্গেও কাজ করেছেন এবং তিনি ঘরোয়া ফরম্যাটের সব রকমই জানেন৷ "
advertisement
অজিত আগরকরের কেরিয়ার:
টেস্ট: ম্যাচ: ২৬, উইকেট: ৫৮
ওডিআই: ম্যাচ: ১৯১, উইকেট: ২৮৮
টি-টোয়েন্টি: ৪, উইকেট: ৩
প্রথম শ্রেণী: ১১০, উইকেট: ২৯৯
লিস্ট এ: ম্যাচ: ২৭০, উইকেট: ৪২০
T20: ম্যাচ: ৬২, উইকেট: ৪
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2022 3:29 PM IST