গত কয়েকদিন ধরে শান্তিপুর বড়বাজার সংলগ্ন বড় রাস্তার পাশ দিয়ে চলছে হাইড্রেন তৈরির কাজ। গতকাল রাতে ওই হাইড্রেনের মধ্যে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন এক যুবক, যদিও অল্পের জন্য প্রাণ রক্ষা পান যুবক। স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা হয় যুবকের। শনিবার শান্তিপুর হাসপাতাল থেকে ওই কিশোরকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: আদালত থেকেই চুরি! কাণ্ড দেখে চোখ কপালে কর্তাদের
এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ, পৌরসভার পক্ষ থেকে হাইড্রেন তৈরির কাজ চলছে খুব ভাল কথা, কিন্তু কোনও রকম গার্ডওয়াল না দিয়েই তৈরি হচ্ছে হাইড্রেন। অনেকেই অসাবধানতাবশত পড়ে যাচ্ছেন হাই ড্রেনের মধ্যে, আহত হয়েছে বেশ কয়েকজন মানুষ।
আরও পড়ুন: আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু, হুগলিতে ট্রাকের ধাক্কায় মৃত সাইকেল আরোহী
শুক্রবার রাতের ঘটনায় আবারও কপালে চিন্তার ভাঁজ ওই এলাকার মানুষের। অভিযোগ খোলা রাস্তার পাশে হাইড্রেন তৈরির কাজ চলাকালীন যদি ব্যারিকেডের ব্যবস্থা করা হত তাহলে হয়তো এই দুর্ঘটনাগুলো হত না। ওই এলাকার ব্যবসায়ীদের দাবি, পৌরসভা যদি এদিকে একটু নজর দেয় তাহলে আগামী দিনে দুর্ঘটনার কবলে আর হয়তো কেউ পড়বে না।
প্রসঙ্গত, সরকারের উদ্যোগে জেলার একাধিক জায়গায় অসম্পূর্ণ কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। ঠিক তেমনি শান্তিপুরের রাস্তার পাশে হাইড্রেন তৈরির কাজ চলছে পুরোদমে। তবে সামান্য সাবধানতা অবলম্বন করলেই এই দুর্ঘটনা হত না বলে দাবি স্থানীয় মানুষের।
মৈনাক দেবনাথ