সকলের একটাই বক্তব্য, এই মাঠে একটা সময় বড় বড় স্তরের খেলা হয়েছে। অথচ দীর্ঘদিন ধরেই এই মাঠে আর কোন খেলার পরিবেশ নেই। সারাটা বছর ধরেই কোনও না কোনও মেলা বা উৎসব এই মাঠে হয়ে থাকে। ফলে বাড়ির ছেলেমেয়েরা এখন আর এই মাঠে এসে খেলাধূলা করতে পারে না।
আরও পড়ুন: ফের কুমিরের আতঙ্ক ভাগীরথী নদীতে! 'এই' ভাবে রক্ষা পেলেন মৎস্যজীবীরা
advertisement
আরও পড়ুন: আচারের মেলা! স্বাদ বদলাতে যাবেন না কি এই মেলায়? জেনে নিন কোথায় বসে এমন মেলা
ওই ফোরামের সাধারণ সম্পাদক পরেশনাথ কর্মকার বলেছেন, "এই ময়দানে খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি তুলে আমরা আমাদের কর্মসূচি এবং আন্দোলন চালিয়ে যাব। ইতিমধ্যেই আমরা রানাঘাটের মহকুমা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলে জানিয়েছি। নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকেও জানানো হয়েছে। ওই অ্যাসোসিয়েশন মাঠের দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধূলার পরিবেশ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। আমাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা লিখিতভাবে খেলার মাঠের দাবি জানাবো।"
Mainak Debnath