যার ফলস্বরূপ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। যার জেরে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিশুরাও। সরকারের তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে একাধিকবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। তারপরেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। সেই কারণে এবার মানুষকে সচেতন করতে পথে নামলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: ডায়াবেটিসের ভয়ে কাঁটা? রোজ বিট নুন খাওয়া শুরু করুন, ম্যাজিক হবে!
সাধারণত দেখা যায় ট্রাফিক আইন ভাঙলে পুলিশ তাদেরকে আইনভঙ্গের জন্য জরিমানা করেন। কিন্তু এখানে হল উলটপুরাণ। ট্রাফিক আইন অমান্যকারীদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল। কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখোপাধ্যায়-সহ একাধিক পুলিশ অধিকর্তা এবং সিভিক ভলেন্টিয়ার্সরা এদিন রাস্তায় নেমে একাধিক ট্রাফিক আইন ভঙ্গকারীদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল।
আরও পড়ুন: দশম-দ্বাদশের পর কোন কেরিয়ার বেছে নেবেন? কী ভাবে বাছাই করবেন? রইল বিশেষজ্ঞের পরামর্শ
পুলিশের এই অভিনব রূপ দেখে তাজ্জব হয়ে যান সকলেই। জরিমানার পরিবর্তে হাতে গোলাপ ফুল তুলে দিলে অনেকেই পুলিশের উপর বিদ্রুপ মনোভাব পোষণ করবেন না। উল্টে নিজের ভুল বুঝতে পেরে তাঁরা ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলবেন এই ভাবনাতেই পুলিশের এই উদ্যোগ বলে জানা যায়।
মৈনাক দেবনাথ