তবে সেই সমস্যার সমাধান করতে শহরের মতো গ্রামেও এবার বর্জ্য পদার্থ সংগ্রহ করে জৈব সারে রুপান্তরিত করার প্রক্রিয়া শুরু হচ্ছে ধীরে ধীরে। ঠিক তেমনই এক নিদর্শন দেখা গেল নদীয়ার চাকদহের চাঁদুড়িয়া ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।
advertisement
আরও পড়ুন:
নদিয়ার চাকদহের চাঁদুড়িয়া ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহ করে জৈব সার তৈরির উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত। নদিয়ার চাকদহের চাঁদুড়িয়া এক নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাড়ি বাড়ি থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ সংগ্রহ করার কাজ চলছে। এই বর্জ্য পদার্থ গুলিকে আলাদা আলাদা করে পচনশীল এবং অপচনশীল ভাবে রেখে জৈব সার তৈরি জন্য উদ্যোগ নেয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। এর ফলে গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন যুবকদের কর্মসংস্থান তৈরি হয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামগুলি জঞ্জাল মুক্ত হচ্ছে। যার ফলে উপকৃত হচ্ছে এলাকার নাগরিকেরা।
Mainak Debnath