Coromandel Express Accident: 'কাটা হাত-পা পড়ে আছে! আমার গায়ের ওপর ১০ জন এসে পড়ে!" করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ট্রেনেই ছিলেন যুবক! বেঁচে ফিরে ভয়াবহ ঘটনা শোনালেন!

Last Updated:

Coromandel Express Accident : ধাক্কা মারে ট্রেন! ছিঁটকে যান সকলে। হাত-পা কেটে পড়ে আছে এদিক-ওদিক! ভয়াবহ ঘটনার সাক্ষী যুবক! শুনলে আঁতকে উঠবেন!

 ওড়িশা: বড়সড় দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস। বালাসোরের কাছে উল্টে গেল করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যূত করমণ্ডল এক্সপ্রেসের প্রায় সবকটি বগি। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা। শালিমার স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি। চেন্নাই দিকে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনা। বাহানাগ স্টেশনের কাছে মালগাড়িতে ধাক্কা করমণ্ডল এক্সপ্রেসের। মালগাড়িকে ধাক্কা মেরে বেলাইন করমণ্ডলের স্লিপার কামরা। প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনার ভয়াবহতা বলেই রেলসূত্রে খবর। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পরে জোরকদমে চলছে উদ্ধারকার্য।
এখনও পর্যন্ত যা খবর, ৫০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে সূত্রের খবর। আরও বাড়বে! এই ট্রেনে যে যাত্রীরা ছিলেন তাঁরা বেশিরভাগ ভেলোর যাতায়াতের জন্যই এই ট্রেনে চাপেন। ভয়াবহ এই ঘটনায় ট্রেনে থাকা এক প্রত্যক্ষদর্শী যা বললেন, তা শুনলে আতঙ্কে বুক কাঁপবে।
advertisement
advertisement
ওই ট্রেনেই যাত্রী ছিলেন যুবক। তিনি জানান, “আমার সবে একটু ঘুম পেয়েছিল। চোখ লেগে এসেছিল। হঠাৎ দেখি বিকট শব্দ! রিজারবেশন করা টিকিট। কিন্তু হলে কী হবে জেনারেল কামরার মতোই ভিড়। হঠাৎ দেখি আমার গায়ের উপর দশ থেকে ১৫ জন মানুষ এসে পড়েছে। আমি সব থেকে নীচের সিটে ছিলাম। বুঝলাম ট্রেনে কিছু একটা হয়েছে। চারিদিকে ভয়াবহ চিৎকার। কিছু বোঝার আগেই দেখছি বহু মানুষ এদিক ওদিক ছিঁটকে পড়েছেন।”
advertisement
আরও পড়ুন:
ওই যুবক আরও জানান, ‘এর পর কোনও মতে ট্রেন থেকে আমাদের বের করা হলে দেখি, কারও হাত নেই, কারও পা নেই। কারও মুখ একেবারে ক্ষত-বিক্ষত। রক্ত চারিদিকে। বয়স্ক থেকে বাচ্চা সকলের ভয়াবহ অবস্থা। আমার সামান্য হাতে চোট ছাড়া কিছু হয়নি। কিন্তু সেই থেকে এখানে বসে আছি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বেঁচে আছি বিশ্বাস হচ্ছে না! তবে কতজন মারা গিয়েছে বলতে পারবো না।” এই গোটা ভিডিও শেয়ার করেছে এএনআই! ভয়াবহ এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ।
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident: 'কাটা হাত-পা পড়ে আছে! আমার গায়ের ওপর ১০ জন এসে পড়ে!" করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ট্রেনেই ছিলেন যুবক! বেঁচে ফিরে ভয়াবহ ঘটনা শোনালেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement