জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ভয় পেয়ে যায় এবং সঙ্গে আনা সামগ্রী সেখানেই ফেলে রেখে অন্ধকার ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়।
আরও দেখুন -
ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে দুটি কাঠের বাক্স উদ্ধার করে বিএসএফ। কাঠের বাক্স খুলতেই দুটি বিরল প্রজাতির বোনা ক্যাসোওয়ারি পাখি উদ্ধার হয়। প্রাথমিক শুশ্রুষার পর পাখিগুলিকে কৃষ্ণনগর বন দফতরের হাতে হস্তান্তরিত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন - মোহনবাগান ক্যান্টিনে হবে স্পেশাল মেনু, ডিমের ডেভিল থেকে চিংড়ির মালাইকারি! যাবেন নাকি?
দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি বিএসএফ (জনসংযোগ) এ.কেআর্য জানিয়েছেন " সীমান্ত পেরিয়ে যেকোনো প্রকার চোরাচালান আটকাতে সীমান্তরক্ষী বাহিনী বদ্ধপরিকর। পাখি চোরাচালানোর ব্যাপারে জওয়ানদের সতর্ক নজরদারি আছে ৷"
আরও পড়ুন - Magic Pen: চেকে ম্যাজিক পেনের ব্যবহার, লক্ষ-লক্ষ টাকা খোয়ালেন হাওড়ার ব্যবসায়ী! সাবধান না হলেই কিন্তু শেষ
উল্লেখ্য, নদিয়া জেলা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিয়েছে কাঁটাতারের বেড়া। ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও বিভিন্ন সময়ে এই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান করতে পাচারকারী এবং অনুপ্রবেশকারীদের আনাগোনা লেগেই থাকে।
সীমান্ত রক্ষী বাহিনীদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকার কারণে বেশিরভাগ সময়ই সেই সমস্ত চোরাচালানকারী এবং অনুপ্রবেশকারীরা ধরা পড়ে যায়। তবে সীমান্তরক্ষী বাহিনীদের চোখ ফাঁকি দিয়ে অনেক সময়ই বিভিন্ন পাচারকারী দলেরা সক্রিয় হয়ে ওঠে। ঠিক তেমনই বাংলাদেশ থেকে পাচারের জন্য নিয়ে আসা দুটি অতি বিরল প্রজাতির পাখি উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনীরা।
Mainak Debnath