Magic Pen: চেকে ম্যাজিক পেনের ব্যবহার, লক্ষ-লক্ষ টাকা খোয়ালেন হাওড়ার ব্যবসায়ী! সাবধান না হলেই কিন্তু শেষ
- Published by:Suman Biswas
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Magic Pen: জানা গেছে, লোন পাইয়ে দেওয়া নাম করে দুজন অপরিচিত ব্যক্তি ওই বাড়িতে এসে কাগজপত্র এবং দুটি ক্যানসেল চেক নেয়।
মহিষাদল: অভিনব প্রতারণা কৌশল! ব্যাংক লোন পাইয়ে দেওয়ার নাম করে "ম্যাজিক কলমের" সাহায্যে চেক জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মহিষাদল এলাকায়! ফিন্যান্স কোম্পানি থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে চেক জালিয়াতি করে লক্ষাধিক টাকার আর্থিক প্রতারণা। প্রতারিত হলেন মাহিষাদলের বাসিন্দা ব্যবসায়ী সায়ন্তন গুড়িয়া।
জানা গেছে, লোন পাইয়ে দেওয়া নাম করে দুজন অপরিচিত ব্যক্তি ওই বাড়িতে এসে কাগজপত্র এবং দুটি ক্যানসেল চেক নেয়। এক প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে একটি ক্যানসেল চেক ও একটি ১৯৯ টাকার চেক সইও করিয়ে নিয়ে সায়ন্তন গুড়িয়াকে দিয়ে।
আরও পড়ুন: কালবৈশাখীতে এ কী রূপ দিঘার! লন্ডভন্ড চারিদিক, চূড়ান্ত সতর্ক পর্যটকরাও! দেখুন সেইসব ছবি...
advertisement
advertisement
কিন্তু চেক-এ সই করার সময় তাদের পেনেই সই করতে বাধ্য করে। পরবর্তীতে দেখা যায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রথম দফায় ৯৫৫০০ এবং দ্বিতীয় দফায় ৪৮৫০০ টাকা দুই ব্যক্তি সই জাল করে টাকা তুলে নিয়েছে। ক্যানসেল চেক ও মাত্র ১৯৯ টাকার চেক লিখে দেওয়ার পরেও কীভাবে লক্ষাধিক টাকা জালিয়াতি করল তা নিয়েই হতবাক সকলে।
advertisement
এই ঘটনার পরই মহিষাদল থানার দারস্ত হয়েছেন ওই ব্যবসায়ী। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 9:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Magic Pen: চেকে ম্যাজিক পেনের ব্যবহার, লক্ষ-লক্ষ টাকা খোয়ালেন হাওড়ার ব্যবসায়ী! সাবধান না হলেই কিন্তু শেষ