Kalbaisakhi Digha: কালবৈশাখীতে এ কী রূপ দিঘার! লন্ডভন্ড চারিদিক, চূড়ান্ত সতর্ক পর্যটকরাও! দেখুন সেইসব ছবি...
- Published by:Suman Biswas
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Kalbaisakhi Digha: বিকালের প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকার শতাধিক বড় গাছ ভেঙে পড়ে। তার সঙ্গে এলাকার একাধিক ইলেকট্রিক খুঁটি ভেঙে রাস্তায় এসে পড়ে। যার জেরে বিদ্যুত বিচ্ছিন্ন।
দিঘা: মরশুমের প্রথম কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড দিঘার রামনগর এগরা সহ কাঁথি ও তমলুকের বিস্তীর্ণ অঞ্চল! চৈত্রের শুরুতে কালবৈশাখীর মুখে বাংলা। হঠাৎ কালবৈশাখীর ঝড়। ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত জেলার রামনগর ও এগরা ১ নম্বর ব্লক এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বিকালে প্রবল ঝড়, সঙ্গে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এগরা ১ নম্বর ব্লকের কামারডিহা, কুদি, অলংগিরি এলাকা। ক্ষতি হয়েছে রামনগরের মৈতনা সহ বিভিন্ন এলাকা।
advertisement
advertisement
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় গাছ ভেঙে পড়েছে। এছাড়াও কয়েকটি মৎস্যঘাটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ ছয় মাস পর বৃষ্টিপাত হওয়ায় কিছুটা স্বস্তিতে ধান চাষিরা। হালকা বৃষ্টিপাতের কারণে ধান চাষে অনেকটা ফলন বাড়বে বলে মনে করেন চাষিরা। ধানের শিস আসার আগে এই বৃষ্টি অনেকটা কার্যকরী বলে মনে করছেন চাষিরা।
advertisement
advertisement
অপরদিকে বৃষ্টিপাতের কারণে পূর্ব মেদিনীপুর জেলার সর্ববৃহৎ হিজলি মসনদ ই আলার ধর্মীয় জলসা বাতিল করা হয়েছে। রাতভর হালকা বৃষ্টিপাতের ফলে কিছুটা ঠান্ডাও পড়েছে দিঘায় সমুদ্র সৈকতে। অন্যদিনের তুলনায় কিছুটা হলেও পর্যটকদের আনাগোনা কম রয়েছে। রবিবার সকাল থেকেও দিঘার আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হালকা ছিঁটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কয়েকমাস পর হালকা বৃষ্টিপাতে স্বস্তিতে জেলাবাসী।