Nawsad Siddique: নওশাদকে মারা ওই ব্যক্তি পূর্বপরিচিত? যা তথ্য সামনে এল, চমকে উঠল পুলিশও! কে ওই ব্যক্তি?

Last Updated:

Nawsad Siddique: যিনি নওশাদকে মেরেছেন, তিনি নাকি ওর পূর্ব পরিচিত। নওশাদকে তিনটি জলসা ঠিক করে দিয়েছিল। খবর পুলিশ সূত্রে।

নওশাদকে মারলেন কে?
নওশাদকে মারলেন কে?
কলকাতা: শনিবার সরকারি কর্মচারীদের ডিএ মঞ্চে আক্রান্ত হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী সকাল থেকে অনশন-ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন। তিনিও সরকারি কর্মচারীদের সঙ্গে গণ অনশনে অংশগ্রহণ করেছিলেন। দুপুর২.৫০ মিনিট নাগাদ নওশাদ বক্তৃতা শুরু করে। সেই সময় তার বক্তৃতার আসরে ১০০০ জনের কাছাকাছি সরকারি কর্মচারীরা মন্ত্রমুগ্ধের মত শুনছিলেন তাঁর কথা।  ৩.১০ মিনিট নাগাদ নওশাদের বক্তৃতার শেষ অংশে তিনি যখন বলছিলেন,তিনি উন্নতি চান সমস্ত মানুষের। শুধু সংখ্যালঘু বলে নয়। তিনি সংখ্যাগুরু থেকে শুরু করে সবায়ের উন্নতির জন্য লড়াই করবেন। এমন সময় এক ব্যক্তি বক্তৃতা মঞ্চের সামনে এসেই নওশাদের দিকে তর্জনী উঁচিয়ে জিজ্ঞাসা করে, তিনি সংখ্যালঘুদের জন্য কী উপকার করেছেন?
নওশাদ তাকে কিছু বোঝাবার আগেই তিনি সজোরে নওশাদের বুকে মারে।তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সমস্ত সরকারি কর্মচারীরা সেই আক্রমণকারীকে বাধা দিতে ব্যস্ত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।  ঘটনাস্থলে ময়দান থানার পুলিশ সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে ওই আক্রমণকারীকে আটক করে থানায় নিয়ে চলে যায়। পুলিশ পরে জানতে পারে,- ওই আক্রমণকারীর নাম আবুল সালাম। তিনি হাওড়ার ডোমজুড় অঞ্চলে পঞ্চায়েত সদস্য।
advertisement
advertisement
তিনি এর আগেও নওশাদ সিদ্দিকীকে কয়েকটি জলসা ঠিক করে দিয়েছিল বলে সূত্রের খবর। ওই ব্যাক্তি যে নওশাদের পূর্ব পরিচিত তিনি পুলিশের কাছে দাবী করার পর, নওশাদ সিদ্দিকীকে আবুল সালাম সম্বন্ধে জিজ্ঞাসা করলে, তিনি বলেন -তাকে চেনেন না। যদিও পূর্ব পরিচিত হয়ে থাকে তাহলে তিনি অনশন অবস্থায় নওশাদ সিদ্দিকীকে কেন অনশন মঞ্চে আক্রমণ করলেন? এর পেছনে কি কোন রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে?
advertisement
কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকী জেল থেকে জামিন পেয়ে বেরিয়েছেন।আবার তাকে প্রকাশ্যে হেনস্থা করা হল। নওশাদ সিদ্দিকী বলেন,'এইভাবে রাজনৈতিক চক্রান্ত করে ভয় দেখিয়ে কোন লাভ হবে না। জেল খেটেছি, ভয় পায়নি। সাধারণ মানুষের পাশে আছি।আমি এখনো ভয় পাবো না।
advertisement
তবে ওই ব্যক্তিকে ধরার পর নওশাদ বারবার বলছিলেন,'নাটক ....।প্রশ্ন কেন?
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nawsad Siddique: নওশাদকে মারা ওই ব্যক্তি পূর্বপরিচিত? যা তথ্য সামনে এল, চমকে উঠল পুলিশও! কে ওই ব্যক্তি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement