Srikanta Mahata: ভাইয়ের চাকরি যাওয়ায় রেগে আগুন রাজ্যের মন্ত্রী! যা বললেন, অস্বস্তিতে সরকার

Last Updated:

ভাইয়ের হয়ে আইনি লড়াই লড়বেন বলেও জানিয়ে দিয়েছেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী৷

দল, সরকারকে অস্বস্তিতে ফেললেন শ্রীকান্ত মাহাতো।
দল, সরকারকে অস্বস্তিতে ফেললেন শ্রীকান্ত মাহাতো।
শালবনী: কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি-র গ্রুপ সি-র যে ৯৪২ জনের চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে রয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী এবং শালবনীর তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ভাইয়ের নামও৷
ঝাড়গ্রামের একটি স্কুলে গ্রুপ সি পদে চাকরি করতেন শ্রীকান্তর ভাই খোকন মাহাতো৷ ভাইয়ের চাকরি বাতিল হওয়ায় প্রবল ক্ষুব্ধ মন্ত্রী এবার সরাসরি এসএসসি-কেই চ্যালেঞ্জ করে বসলেন৷ খোদ রাজ্যের মন্ত্রীর মন্তব্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বিড়ম্বনা বাড়ল রাজ্য সরকারের৷
advertisement
advertisement
হাইকোর্টের নির্দেশ মতো যাঁদের চাকরি বাতিল হয়েছে, সেই তালিকা প্রকাশ করেছে এসএসসি৷ সেই তালিকাতেই দেখা গিয়েছে, অযোগ্য প্রার্থীদের ওএমআর শিটের নম্বর অনেকটাই বাড়ানো হয়েছে৷ এই তালিকায় ২৮৩ নম্বরে নাম ছিল মন্ত্রীর ভাই খোকন মাহাতোর৷ এসএসসি-র প্রকাশিত তথ্য অনুযায়ী, ওএমআর শিট-এ মাত্র ১২ নম্বর পেয়েছিলেন খোকন৷ পরে যা বাড়িয়ে ৫৫ করা হয়৷ স্বভাবতই প্রশ্ন ওঠে, দাদা শাসক দলের প্রভাবশালী নেতা এবং বিধায়ক হওয়ার সুবাদেই অযোগ্য হয়েও চাকরি পেয়েছেন খোকন মাহাতো৷
advertisement
ভাইয়ের হয়ে শনিবার জোর সওয়াল করেন শ্রীকান্ত মাহাতো৷ তিনি দাবি করেন, তাঁর ভাই যা পরীক্ষা দিয়েছেন, তাতে তিনি কোনওভাবেই ১২ পেতে পারেন না৷ রীতিমতো চ্যালেঞ্জের সুরে শ্রীকান্ত মাহাতো বলেন, 'যেদিক থেকে খুশি টেস্ট করা হোক৷ ও প্রশ্নপত্র এবং নিজের যে উত্তরপত্র মিলিয়ে দেখেছে, কোনওভাবে ও ১২ পাবে না৷ আমি চ্যালেঞ্জ করছি, হার্ড কপি, প্রশ্নপত্র আর উত্তর মিলিয়ে দেখা হোক, ও যদি ১২ পায় আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব৷' শ্রীকান্ত মাহাতোর দাবি, এসএসসি-র ওএমআর শিট মূল্যায়নেই ভুল রয়েছে৷
advertisement
তবে ভাইয়ের হয়ে আইনি লড়াই লড়বেন বলেও জানিয়ে দিয়েছেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী৷ শ্রীকান্ত মাহাতো বলেন, 'পরবর্তী সময়ে আমরা ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টেও যাবে প্রয়োজনে৷ ও কোনও মতেই ১২ পাবে না৷'
মন্ত্রীর এই মন্তব্যকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা৷ যদিও আত্মবিশ্বাসী শ্রীকান্ত বলেনছেন, 'আমার কথা যদি ঠিক প্রমাণিত হয়, তাহলে যাঁরা ১২ নম্বরকে ৫৫ করা হয়েছে বলে আমার বদনাম করছে, তাদের রাজনীতি ছাড়তে হবে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Srikanta Mahata: ভাইয়ের চাকরি যাওয়ায় রেগে আগুন রাজ্যের মন্ত্রী! যা বললেন, অস্বস্তিতে সরকার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement