Srikanta Mahata: ভাইয়ের চাকরি যাওয়ায় রেগে আগুন রাজ্যের মন্ত্রী! যা বললেন, অস্বস্তিতে সরকার

Last Updated:

ভাইয়ের হয়ে আইনি লড়াই লড়বেন বলেও জানিয়ে দিয়েছেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী৷

দল, সরকারকে অস্বস্তিতে ফেললেন শ্রীকান্ত মাহাতো।
দল, সরকারকে অস্বস্তিতে ফেললেন শ্রীকান্ত মাহাতো।
শালবনী: কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি-র গ্রুপ সি-র যে ৯৪২ জনের চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে রয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী এবং শালবনীর তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ভাইয়ের নামও৷
ঝাড়গ্রামের একটি স্কুলে গ্রুপ সি পদে চাকরি করতেন শ্রীকান্তর ভাই খোকন মাহাতো৷ ভাইয়ের চাকরি বাতিল হওয়ায় প্রবল ক্ষুব্ধ মন্ত্রী এবার সরাসরি এসএসসি-কেই চ্যালেঞ্জ করে বসলেন৷ খোদ রাজ্যের মন্ত্রীর মন্তব্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বিড়ম্বনা বাড়ল রাজ্য সরকারের৷
advertisement
advertisement
হাইকোর্টের নির্দেশ মতো যাঁদের চাকরি বাতিল হয়েছে, সেই তালিকা প্রকাশ করেছে এসএসসি৷ সেই তালিকাতেই দেখা গিয়েছে, অযোগ্য প্রার্থীদের ওএমআর শিটের নম্বর অনেকটাই বাড়ানো হয়েছে৷ এই তালিকায় ২৮৩ নম্বরে নাম ছিল মন্ত্রীর ভাই খোকন মাহাতোর৷ এসএসসি-র প্রকাশিত তথ্য অনুযায়ী, ওএমআর শিট-এ মাত্র ১২ নম্বর পেয়েছিলেন খোকন৷ পরে যা বাড়িয়ে ৫৫ করা হয়৷ স্বভাবতই প্রশ্ন ওঠে, দাদা শাসক দলের প্রভাবশালী নেতা এবং বিধায়ক হওয়ার সুবাদেই অযোগ্য হয়েও চাকরি পেয়েছেন খোকন মাহাতো৷
advertisement
ভাইয়ের হয়ে শনিবার জোর সওয়াল করেন শ্রীকান্ত মাহাতো৷ তিনি দাবি করেন, তাঁর ভাই যা পরীক্ষা দিয়েছেন, তাতে তিনি কোনওভাবেই ১২ পেতে পারেন না৷ রীতিমতো চ্যালেঞ্জের সুরে শ্রীকান্ত মাহাতো বলেন, 'যেদিক থেকে খুশি টেস্ট করা হোক৷ ও প্রশ্নপত্র এবং নিজের যে উত্তরপত্র মিলিয়ে দেখেছে, কোনওভাবে ও ১২ পাবে না৷ আমি চ্যালেঞ্জ করছি, হার্ড কপি, প্রশ্নপত্র আর উত্তর মিলিয়ে দেখা হোক, ও যদি ১২ পায় আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব৷' শ্রীকান্ত মাহাতোর দাবি, এসএসসি-র ওএমআর শিট মূল্যায়নেই ভুল রয়েছে৷
advertisement
তবে ভাইয়ের হয়ে আইনি লড়াই লড়বেন বলেও জানিয়ে দিয়েছেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী৷ শ্রীকান্ত মাহাতো বলেন, 'পরবর্তী সময়ে আমরা ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টেও যাবে প্রয়োজনে৷ ও কোনও মতেই ১২ পাবে না৷'
মন্ত্রীর এই মন্তব্যকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা৷ যদিও আত্মবিশ্বাসী শ্রীকান্ত বলেনছেন, 'আমার কথা যদি ঠিক প্রমাণিত হয়, তাহলে যাঁরা ১২ নম্বরকে ৫৫ করা হয়েছে বলে আমার বদনাম করছে, তাদের রাজনীতি ছাড়তে হবে৷'
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Srikanta Mahata: ভাইয়ের চাকরি যাওয়ায় রেগে আগুন রাজ্যের মন্ত্রী! যা বললেন, অস্বস্তিতে সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement