Jitendra Tiwari: কম্বল নিতে গিয়ে মৃত্যু, পরিবারের অভিযোগেই গ্রেফতার জিতেন্দ্র! রবিবার কী হতে চলেছে, জানেন?

Last Updated:

Jitendra Tiwari: পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ দিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে পৌঁছয় এবং বিভিন্ন জায়গায় বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালায়।

গ্রেফতার জিতেন্দ্র!
গ্রেফতার জিতেন্দ্র!
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, আসানসোল: কম্বল বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনা মামলায় গ্রেপ্তার হওয়া আসানসোলের বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে আজ, রবিবার আসানসোল বিশেষ আদালতে পেশ করা হবে। গতকালই দিল্লি থেকে কলকাতা হয়ে রাতেই তাঁকে নিয়ে আসা হয়েছে আসানসোলে। কম্বল বিতরণ ঘটনায়, দিল্লি থেকে গ্রেফতার বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল।
পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ দিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে পৌঁছয় এবং বিভিন্ন জায়গায় বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালায়। তারপরই শনিবার নয়ডায় খোঁজ মেলে জিতেন্দ্রর। তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
প্রসঙ্গত, গত বছর ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙালে একটি কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী আসানসোল পুর নিগমের বিরোধী দলনেতা কাউন্সিলর চৈতালি তিওয়ারি৷ শুভেন্দু অধিকারী অনুষ্ঠান মঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কম্বল নেওয়ার হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিনজনের। আহত হন বেশ কয়েকজন।
advertisement
ওই অনুষ্ঠান সেই ঘটনাতেই এক মৃতের পরিবারের পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেন জিতেন্দ্র এবং তাঁর স্ত্রী চৈতালি৷ এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত৷ এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্র তিওয়ারি৷ সোমবার শীর্ষ আদালতে মামলাটি ওঠার কথা। তার আগেই জিতেন্দ্রকে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রের খবর, তদন্তের স্বার্থে জিতেন্দ্রকে আজ আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jitendra Tiwari: কম্বল নিতে গিয়ে মৃত্যু, পরিবারের অভিযোগেই গ্রেফতার জিতেন্দ্র! রবিবার কী হতে চলেছে, জানেন?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement