প্রত্যেক বছরই স্থানীয় বাসিন্দারা ভক্তি সহকারে পুজো দেন। জানা যায় এই প্রতিমার কাছে মনষ্কামনা করলে তা পূরণ হয়। এবং সেই কারণে প্রত্যেক বছরই মনস্কামনা পূরণ হওয়ার পর কোনও না কোনও ভক্তরা প্রতিমার খরচ বহন করেন। এমনকি ভক্তদের মধ্যে হুলস্থুল লেগে যায় মনস্কামনা পূরণ করে প্রতিমার খরচ বহন করার বলে জানান ক্লাব কর্তৃপক্ষরা।
advertisement
আরও পড়ুন: কেউটের কামড়! শরীরে ছড়াচ্ছে বিষ! তবুও সাপের পিছনে কেন ছুটল যুবক? ভয়াবহ
আরও পড়ুন:
বুধবার বাসন্তী পুজোর মহা অষ্টমী। আমরা শরৎকালে দেবী দুর্গার পূজা করে থাকি যদিও এই পুজো আগে বসন্তকালেই করা হতো যে কারণে তার নাম বাসন্তী পূজা। তবে দশরথ পুত্র রামচন্দ্র প্রথম দেবীর অকালবোধন করে। এবং শরৎকালে প্রথম দেবীর পূজা করা হয়। তবে শরৎকালে দুর্গাপুজো হলেও বসন্তকালেও এখনো বিভিন্ন জায়গায় করা হয়ে থাকে বাসন্তী পুজো। বাংলার বিভিন্ন প্রান্তে বুধবার বাসন্তী পূজা এবং তার পাশাপাশি অন্নপূর্ণা পুজো পালন করা হলো। তেমনি এক নিদর্শন দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকায়।
Mainak Debnath