South 24 Parganas News | Snake : কেউটের কামড়! শরীরে ছড়াচ্ছে বিষ! তবুও সাপের পিছনে কেন ছুটল যুবক? ভয়াবহ
- Published by:Piya Banerjee
Last Updated:
South 24 Parganas News | Snake: সাপে কামড় তো দিল যুবককে! কিন্তু যুবক যা করলো সাপের সঙ্গে ভাবতেও পারবেন না!
ক্যানিং : বিষাক্ত কেউটের কামড় খেয়েও সাপ ধরে সোজা হাসপাতালে যুবক। হাড়োয়ার বাসিন্দা প্রশান্ত মুন্ডাকে বাড়ি ফেরার পথে একটা বিষাক্ত কেউটে সাপ কামড় দেয়। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে তার পায়ে কামড়ায় সাপটি। কিন্তু ভয় না পেয়ে দ্রুত একটি লাঠির সাহায্যে সাপটিকে ধরে ফেলে সে। এরপর প্রতিবেশী যুবকদেরকে সঙ্গে নিয়ে ওই সাপ সমতে সটান হাজির হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। কিন্তু তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ হয়ে পড়ে ততক্ষণে।
ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তার চিকিৎসা শুরু করেন। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন ওই যুবক। সাপে কামড়ানোর পর ওই বিষাক্ত কেউটেকে ধরে হাসপাতালে নিয়ে আসায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। সাপের কামড়ানোর সঠিক চিকিৎসার জন্যই সাপটিকে ধরে এই দীর্ঘপথ অতিক্রম করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলেই জানান রোগীর পরিজনরা।
advertisement
advertisement
তবে এ বিষয়ে ঘটনাস্থলে থাকা প্রশান্তর এক বন্ধু তিনি জানান। ওই রাস্তাটি যথেষ্ট অন্ধকার ছিল সেই সময় ওই ব্যক্তিকে বিষাক্ত কেউটে সাপটি কামড়ে দেয়। তখন তড়িঘড়ি সাপটিকে ধরে ফেলে এবং সাপ টাকে নিয়েই হাসপাতালে হাজির হয়।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 6:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News | Snake : কেউটের কামড়! শরীরে ছড়াচ্ছে বিষ! তবুও সাপের পিছনে কেন ছুটল যুবক? ভয়াবহ