যদিও, তাঁকে ডেকে নিয়ে গিয়ে একাধিকবার মারধর করার জন্য সম্মানহানির কারণে মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের। এরপর এলাকাবাসীদের বিক্ষোভের সামনে কার্যত নতী স্বীকার করে ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জীব সমাদ্দারকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পেশ করে পুলিশ।
আরও পড়ুনঃ ভুল নম্বরে ফোন করায় মারধর! অপমানে আত্মঘাতী যুবক, চূড়ান্ত অসামাজিকতা নবদ্বীপে
advertisement
এরপর বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে কলাতলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতির স্বাভাবিক হয়। সোমবার সন্ধ্যায় মৃত অমিত দেবনাথের দেহ স্বরুপগঞ্জ সুকান্তপল্লী এলাকায় পৌঁছলে ফের ক্ষোভের সঞ্চার হয় এলাকাবাসীদের মধ্যে।
আরও পড়ুনঃ প্রতিবাদীকে বেধড়ক মার! জুয়ার আসরের প্রতিবাদ করে শান্তিপুরে মার খেলেন এক ব্যক্তি
বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুনরায় নবদ্বীপ স্বরুপগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগর রোড স্টেশন যাওয়ার মূল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ এলাকাবাসীরা। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরে অভিযোগকারীদের অবিলম্বে গ্রেফতার করার পুলিশি আশ্বাসে মৃতদেহ রাস্তা থেকে তুলে নিয়ে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
Mainak Debnath