Nadia News: প্রতিবাদীকে বেধড়ক মার! জুয়ার আসরের প্রতিবাদ করে শান্তিপুরে মার খেলেন এক ব্যক্তি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ক্রমে বেড়েই চলেছে জুয়া খেলার আসর। জেলার বিভিন্ন জায়গা থেকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে পুলিশ প্রশাসন একাধিক জুয়ার আসরে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করেছে বেশ কয়েকজন অভিযুক্তকে।
#নদিয়া : ক্রমে বেড়েই চলেছে জুয়া খেলার আসর। জেলার বিভিন্ন জায়গা থেকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে পুলিশ প্রশাসন একাধিক জুয়ার আসরে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করেছে বেশ কয়েকজন অভিযুক্তকে। তবে এখনো পুরোপুরি কমানো যাচ্ছেনা জুয়া খেলার আসর। জুয়া খেলা এবং সেই আসরে মদ্যপান করে গালিগালাজ করার অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ডাবরে পাড়া এলাকায়। প্রতিবাদ করাতে মারধরের অভিযোগ উঠল বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে।অবশেষে থানার দারস্থ স্থানীয়রা।
বাড়ির সামনে জুয়া খেলা এবং মদ্যপানের প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের ডাবরে পাড়া এলাকার। অভিযোগ বাড়ির সামনে ওই এলাকারই কয়েকজন যুবক প্রায় নিত্যদিন জুয়ার আসর বসায়। শুধু তাই নয় চলে মদ্যপান এবং অশ্লীল ভাষায় গালিগালাজ। গতকাল রাতে মূলত তার প্রতিবাদ করাতেই মারধরের অভিযোগ ওঠে।
advertisement
advertisement
এরপরে বাড়িতে ঢুকে চালানো হয় ভাঙচুর। পাথর ছুড়ে বাড়ির টালি ভেঙে দেওয়া হয়। এই প্রথম নয় এর আগেও প্রতিবাদ করতে গেলে ওই এলাকার একাধিক ব্যক্তিকে মারধর করে অভিযুক্ত ওই যুবক বলে অভিযোগ করেন ওই পরিবার। অবশেষে এদিন ওই অভিযুক্তর বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ওই পরিবার। এলাকাবাসী চাইছেন যত দ্রুত সম্ভব আইনের মাধ্যমে ওই অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
September 19, 2022 8:07 PM IST