এবারেও চূর্ণী ও জলঙ্গী নদীর জলের একাধিক মাছ দূষণের কারণে ভেসে উঠেছে যার চিত্র আগেই ধরা পড়েছিল আমাদের ক্যামেরায়। নদীর জলের মাছ মরে যাওয়ার কারণে রীতিমতো রুজি রোজগারে টান পড়েছে জেলার একাধিক মৎস্যজীবীর বলে জানালেন তারা। তারই প্রতিবাদে মঙ্গলবার রানাঘাটে নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হল।
advertisement
আরও পড়ুনঃ ঝুমুর নাচে গানে পালন করা হল জাতীয় আদিবাসী উৎসব
দূষিত নদীর জলের কারণে নদীর সমস্ত মাছ মরে যাওয়াতে মৎস্যজীবীরা হয়ে পড়েছেন কর্মহীন সেই প্রতিবাদে নদী বাঁচাও কমিটির এই বিক্ষোভ সমাবেশ বলে জানালেন তারা। এ বিষয়ে রানাঘাটের বিধায়ক বলেন \"এই বিষয়টি একটি আন্তর্জাতিক বিষয় কেন্দ্রের পাশাপাশি রাজ্যের বেশ কিছু দায়িত্ব রয়েছে। কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের উচিত উদ্যোগী হওয়া এই বিষয়টি নিয়ে, তবেই এই সমস্যার সমাধান মিলবে\"।
Mainak Debnath