Nadia: ঝুমুর নাচে গানে পালন করা হল জাতীয় আদিবাসী উৎসব

Last Updated:

আজ জাতীয় আদিবাসী দিবস। প্রতিবছর ৯ অগাস্ট জাতীয় আদিবাসী দিবস হিসেবে পালন করা হয় গোটা দেশে।

+
title=

#শান্তিপুর : আজ জাতীয় আদিবাসী দিবস। প্রতিবছর ৯ অগাস্ট জাতীয় আদিবাসী দিবস হিসেবে পালন করা হয় গোটা দেশে। পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায় মানুষদের উৎসাহ দিতে ও তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সরকার থেকে একাধিক প্রকল্প শুরু করা হয়েছে ইতিমধ্যেই। কেন্দ্র ও রাজ্য সরকারেরই একাধিক প্রকল্পে উপকৃত হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু যিনি নিজেও আদিবাসী সম্প্রদায়ের। ভারতের রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের হওয়াতে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী এলাকা গুলিতে। বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান, ঝুমুর নাচ এবং রক্তদানের মধ্য দিয়ে পালিত হল জাতীয় আদিবাসী দিবস। নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজিত হয়। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
মূলত গোটা দেশজুড়ে আজকের দিনটিকে আদিবাসীরা বিভিন্ন ভাবে পালন করে। সরকারের তরফ থেকে ও আদিবাসীদের আরও বেশি উৎসাহ দিতে এবং সামনের শ্রেণীতে নিয়ে আসতে এই দিনটি পালন করা হয়। সেইমত এদিন শান্তিপুর বিধানসভায় বাবলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আদিবাসীদের নিয়ে নাচে গান উদযাপন করা হল এই দিনটি।
আরও পড়ুনঃ প্লাস্টিকের ব্যাগ বর্জন করতে কাপড়ের ব্যাগ বিলি করলেন শান্তিপুরের কাউন্সিলর
প্রথমে বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান, এরপর আদিবাসীদের ঝুমুর নাচ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন সরকার আদিবাসীদের নিয়ে অনেক প্রকল্প গ্রহণ করেছে। আগামী দিনের যাতে তারা প্রথম শ্রেণীতে উঠে আসতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা আরও ভালো কিছু করার চিন্তাভাবনা করছি।
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: ঝুমুর নাচে গানে পালন করা হল জাতীয় আদিবাসী উৎসব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement