ঘটনাটি নদিয়ার শান্তিপুর কলেজ মোড় এনএস রোড এলাকার। শুক্রবার রাতে মাত্র ১০০ টাকার জন্য কয়েক জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে ভাঙচুর ও গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার করে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
আরও পড়ুন- এবার জামাইষষ্ঠীতে কী সাধ্যের মধ্যে মিলবে ইলিশ? কী বলছেন বিক্রেতারা?
advertisement
স্থানীয় সূত্র জানা গিয়েছে, শুক্রবার রাতে শান্তিপুর কলেজ মোড় এলাকার বাসিন্দা তন্ময় চক্রবর্তীর বাড়িতে আচমকাই ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। ঘরের ভিতরে ঢুকেই তাণ্ডব চালায় ওই দুষ্কৃতীরা৷ এরপরই শুরু করে বাড়ি ভাঙচুর। অভিযোগ, তন্ময় চক্রবর্তীর মা মমতা চক্রবর্তী দুষ্কৃতীদের থামাতে গেলে দুষ্কৃতীরা মমতা চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তন্ময় চক্রবর্তী বাধা দিতে এলে তাকেও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ রক্তাক্ত অবস্থায় তন্ময়ের মা মমতা চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন৷ আতঙ্কে পরিবারের সদস্যরা চিৎকার করলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের আসতে দেখে পালিয়ে যায় দুষ্কৃতীদের দল।
আরও পড়ুন- প্লাস্টিকের বস্তা ও ক্যারেটের জেরে ক্ষতির সম্মুখীন বাঁশের ঝুড়ি শিল্পী ও ব্যবসায়ীরা
গুরুতর জখম অবস্থায় মমতা চক্রবর্তীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
আহত মমতা চক্রবর্তীর ছেলে পেশায় চা বিক্রেতা। তন্ময় চক্রবর্তী জানান, বেশ কিছুদিন আগে পাশের পাড়ার এক যুবককে দিয়ে তিনি তার চায়ের দোকানে রাজমিস্ত্রির কাজ করিয়েছিলেন। জানা যায়, সব দেনা পাওনা মিটে গেলেও ১০০ টাকা বাকি ছিল। তন্ময়ের অভিযোগ, ওই ১০০ টাকার জন্যই বেশ কয়েকদিন ধরে ওই যুবক তার দোকানের সামনে এসে গালিগালাজ করছিল। এরপরই শুক্রবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে তার বাড়িতে এসে বাড়ি ভাঙচুর করে এবং বাড়ির সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে জানান চা বিক্রেতা তন্ময় চক্রবর্তী।
এই ঘটনায় তিনি শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Mainak Debnath