TRENDING:

Nadia News: শান্তিপুরে নকল চাবি বানিয়ে বিদ্যালয় থেকে একাধিক জিনিসপত্র চুরি

Last Updated:

একই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগ থেকে তিন তিনবার মিডডে মিলের বাসন চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য।উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগের মিডডে মিলের সমস্ত বাসনপত্র দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া : একই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগ থেকে তিন তিনবার মিডডে মিলের বাসন চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগের মিডডে মিলের সমস্ত বাসনপত্র দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। অভিযোগ নকল চাবি বানিয়ে প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগের ঘরের দরজার তালা খুলে এই চুরি। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের হিন্দু হাইস্কুল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের।
advertisement

জানা যায় সকালে ওই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা এসে দেখে বাইরে থেকে গ্রিলের তালা বন্ধ থাকলেও ভেতরের দরজা খোলা। তখনই গ্রিলের তালা খুলে ভেতরে গিয়ে দেখে মিডডে মিলের সমস্ত বাসন চুরি করে নেয় কে বা কারা। এরপর একটি নকল চাবির থোকা পড়ে থাকতে দেখে। তখনই সন্দেহের দানা বাঁধে শিক্ষকদের মধ্যে, শুধু একবার নয় এর আগেও দু-দুবার একইভাবে প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগে চুরির ঘটনা ঘটে।

advertisement

আরও পড়ুনঃ বিডিও, সে কিনা চালাচ্ছেন সাইকেল! কারণ জানলে অবাক হবেন

আবারও চুরির ঘটনায় ইতিমধ্যে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিদ্যালয়ের কর্তৃপক্ষদের। মিডডে মিলের সমস্ত বাসন চুরি হয়ে যাওয়াতে সকাল থেকেই প্রাথমিক বিভাগ উচ্চ প্রাথমিক বিভাগের মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের একাংশের দাবি, বারেবার এই চুরির ঘটনার সাথে বিদ্যালয়ের অভ্যন্তরীণ কেউ না কেউ জড়িত রয়েছে, না হলে নকল চাবি ব্যবহার করে কিভাবে চুরির ঘটনা ঘটতো না।

advertisement

View More

আরও পড়ুনঃ গভীর রাতে ভয়াবহ আগুন! অল্পের জন্য রক্ষা পেল গবাদিপশু

স্বভাবতই একই বিদ্যালয় থেকে পরপর তিনবার চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকালে এই চুরির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। এরপরেই বিদ্যালয়ের ঘটনাস্থল খতিয়ে দেখার জন্য যায় শান্তিপুর থানার পুলিশ। এর পাশাপাশি সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: শান্তিপুরে নকল চাবি বানিয়ে বিদ্যালয় থেকে একাধিক জিনিসপত্র চুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল