জানা যায় সকালে ওই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা এসে দেখে বাইরে থেকে গ্রিলের তালা বন্ধ থাকলেও ভেতরের দরজা খোলা। তখনই গ্রিলের তালা খুলে ভেতরে গিয়ে দেখে মিডডে মিলের সমস্ত বাসন চুরি করে নেয় কে বা কারা। এরপর একটি নকল চাবির থোকা পড়ে থাকতে দেখে। তখনই সন্দেহের দানা বাঁধে শিক্ষকদের মধ্যে, শুধু একবার নয় এর আগেও দু-দুবার একইভাবে প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগে চুরির ঘটনা ঘটে।
advertisement
আরও পড়ুনঃ বিডিও, সে কিনা চালাচ্ছেন সাইকেল! কারণ জানলে অবাক হবেন
আবারও চুরির ঘটনায় ইতিমধ্যে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিদ্যালয়ের কর্তৃপক্ষদের। মিডডে মিলের সমস্ত বাসন চুরি হয়ে যাওয়াতে সকাল থেকেই প্রাথমিক বিভাগ উচ্চ প্রাথমিক বিভাগের মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের একাংশের দাবি, বারেবার এই চুরির ঘটনার সাথে বিদ্যালয়ের অভ্যন্তরীণ কেউ না কেউ জড়িত রয়েছে, না হলে নকল চাবি ব্যবহার করে কিভাবে চুরির ঘটনা ঘটতো না।
আরও পড়ুনঃ গভীর রাতে ভয়াবহ আগুন! অল্পের জন্য রক্ষা পেল গবাদিপশু
স্বভাবতই একই বিদ্যালয় থেকে পরপর তিনবার চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকালে এই চুরির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। এরপরেই বিদ্যালয়ের ঘটনাস্থল খতিয়ে দেখার জন্য যায় শান্তিপুর থানার পুলিশ। এর পাশাপাশি সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Mainak Debnath





