স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অভিযুক্ত রেশন ডিলারের বাবা যখন এই রেশন দোকান চালাতেন তখন কোনও সমস্যা ছিল না। তার ছেলে এই রেশন দোকানের দায়িত্ব পেতেই এই সমস্ত সমস্যা দেখা দিয়েছে। এমনকি এও অভিযোগ, রেশন সামগ্রী যেখানে মজুত করা হয়,সেখানে রেশন দেওয়া হয় না৷ গ্রাহকদের যেতে অন্য স্থানে। যা বেশ কিছুটা দূর৷
advertisement
আরও পড়ুনঃ প্লাস্টিকের বস্তা ও ক্যারেটের জেরে ক্ষতির সম্মুখীন বাঁশের ঝুড়ি শিল্পী ও ব্যবসায়ীরা
এভাবে হেনস্তার শিকার হয়ে রেশন গ্রাহকেরা অভিযোগ জানায় ফুড সাপ্লাই অফিসে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফুড সাপ্লাইয়ের অফিসারা। এরপরই অফিসারদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন৷ শুরু করে উত্তেজনা।
আরও পড়ুনঃ এবার জামাইষষ্ঠীতে কী সাধ্যের মধ্যে মিলবে ইলিশ? কী বলছেন বিক্রেতারা?
অবশেষে ফুড সাপ্লাই অফিসারদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা৷ ডিলার যদি ঠিকমতো মাল না দেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।
Mainak Debnath