TRENDING:

Nadia: রেশন না মেলায় বিক্ষোভ গ্রামবাসীদের

Last Updated:

দীর্ঘদিন ধরে রেশনের মাল দিচ্ছে না ডিলার, এই অভিযোগে শুক্রবার চাকদহ এলাকায় এক রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: দীর্ঘদিন ধরে রেশনের মাল দিচ্ছে না ডিলার, এই অভিযোগে শুক্রবার চাকদহ এলাকায় এক রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফুড সাপ্লাইয়ের অফিসার৷ উল্লেখ্য বেশ কিছুদিন আগে উপভোক্তারা এই ডিলার এর বিরুদ্ধে একটি অভিযোগ পত্র জমা দেন ফুড সাপ্লাই অফিসে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই রেশনে মাল পাচ্ছেন না তারা। স্থানীয় এক গ্রাহক জানান, \"রেশন নিতে যখন যাচ্ছি বলছে টিপসই দাও। টিপসই দিলেই মোবাইলে মেসেজ চলে আসছে কত পরিমান, কি কি রেশন সামগ্রী পেয়েছি। কিন্তু আমি কোনও রেশন সামগ্রী হাতে পাইনি। রেশন ডিলার বলেন পরের দিন আসতে। সেদিন গিয়েও পাইনি৷ এভাবে প্রায় একমাস চলতে থাকে বলে অভিযোগ গ্রাহকে।
advertisement

 

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অভিযুক্ত রেশন ডিলারের বাবা যখন এই রেশন দোকান চালাতেন তখন কোনও সমস্যা ছিল না। তার ছেলে এই রেশন দোকানের দায়িত্ব পেতেই এই সমস্ত সমস্যা দেখা দিয়েছে। এমনকি এও অভিযোগ, রেশন সামগ্রী যেখানে মজুত করা হয়,সেখানে রেশন দেওয়া হয় না৷ গ্রাহকদের যেতে অন্য স্থানে। যা বেশ কিছুটা দূর৷

advertisement

View More

আরও পড়ুনঃ প্লাস্টিকের বস্তা ও ক্যারেটের জেরে ক্ষতির সম্মুখীন বাঁশের ঝুড়ি শিল্পী ও ব্যবসায়ীরা

 

 

এভাবে হেনস্তার শিকার হয়ে রেশন গ্রাহকেরা অভিযোগ জানায় ফুড সাপ্লাই অফিসে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফুড সাপ্লাইয়ের অফিসারা। এরপরই অফিসারদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন৷ শুরু করে উত্তেজনা।

advertisement

 

আরও পড়ুনঃ এবার জামাইষষ্ঠীতে কী সাধ্যের মধ্যে মিলবে ইলিশ? কী বলছেন বিক্রেতারা?

 

অবশেষে ফুড সাপ্লাই অফিসারদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা৷ ডিলার যদি ঠিকমতো মাল না দেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: রেশন না মেলায় বিক্ষোভ গ্রামবাসীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল