এমনকি রাস্তা সংস্কারের সিডিউল দেখতে চাইলে তা দেখানো হয়নি। পিচ রাস্তা নির্মাণের পরে দেখা যায় হাত দিয়ে টানলেই রাস্তা থেকে পিচের চাঙর উঠে আসছে। গ্রামবাসীরা নতুন রাস্তার নরম পিচে হাত দিতেই নিজেদের হাতে উঠে আসছে সেই ঢালাই পিচ বলে অভিযোগ। এরপরই নিয়ম মেনে রাস্তা সংস্কারের দাবিতে মহৎপুরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের একাংশ। ওই রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শেষ পর্যন্ত গ্রামবাসীদের চাপের মুখে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।
advertisement
আরও পড়ুনঃ প্রাচীন ১৬ দলীয় লাঠিখেলার আয়োজন নাকাশিপাড়ায়
এছাড়াও সঠিক নিয়ম মেনে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত জেলার একাধিক রাস্তা বহুদিন ধরেই সংস্কারের অভাবে খারাপ হয়ে পড়ে রয়েছে। বিশেষ করে সেই রাস্তাগুলিতে বর্ষাকালে জল জমে যানবাহন চলাচল করা একপ্রকার দুষ্কর হয়ে ওঠে। সেই কারণে বেশ কিছু রাস্তায় ইতিমধ্যেই নতুন করে তৈরি করার প্রস্তুতি চলছে। তবে তারই মধ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠল চাপড়ার মহৎপুর পঞ্চায়েত অন্তর্গত এলাকায়।
Mainak Debnath