TRENDING:

Nadia News: মাজদিয়ায় মহাসমারোহে পালন করা হচ্ছে লালন উৎসব

Last Updated:

Lalan Festival: প্রধানত লালন ফকিরের বিভিন্ন গান ও লালনের বাণী ছড়িয়ে দেওয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, নদিয়া: মাজদিয়া ও পার্শ্ববর্তী গ্রামবাসীদের সম্মিলিত প্রয়াসে নদিয়ার মাঝদিয়াতে পালিত হচ্ছে লালন উৎসব। এবার এই মেলা ২৭ তম বর্ষে পদার্পণ করল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এই উৎসবে শামিল হওয়ার জন্য। প্রধানত লালন ফকিরের বিভিন্ন গান ও লালনের বাণী ছড়িয়ে দেওয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য। বিভিন্ন টিভি অনুষ্ঠানের গায়ক গায়িকারা এই মেলায় এসে গান গাইবেন বলে জানালেন মেলার কর্মকর্তারা।
advertisement

এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ এর বিডিও কামাল উদ্দিন আহমেদ এবং কৃষ্ণগঞ্জ এর পুলিশ আধিকারিক বাবিন মুখার্জি। এদিন প্রদীপ প্রজননের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন তারা। এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট নাগরিকবৃন্দরা।

এছাড়াও এই মেলায় বাউল গানের পাশাপাশি লালন গীতি, পল্লীগীতি, ভাওয়াইয়া এবং পালা গানের আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই মেলায় মেতে উঠেছে আপামর জেলাবাসী। মেলায় বাউল গানের পাশাপাশি বসেছে একাধিক খাবারের দোকান। গ্রাম বাংলার এই সমস্ত খাবার সাধারণত পাওয়া যায় মেলার সময়ই। জিলিপি, পাপড় ভাজা, বাদাম ভাজা, নিমকি ইত্যাদি মুখরোচক খাবার খেতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষেরা।

advertisement

আরও পড়ুন :  দেশকে চিনতে, সংস্কৃতিকে জানতে সাইকেল নিয়ে উত্তরপূর্ব ভারত সফরে মালদহের দোকানি

View More

এছাড়াও বাচ্চাদের বিশেষ আকর্ষণের জন্য রয়েছে নাগরদোলার ব্যবস্থা। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে আট থেকে ৮০ সকলেরই এই মেলায় এসে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গত দুবছর করোনা মহামারির জন্য জাঁকজমকপূর্ণভাবে মেলার আয়োজন করা হয়নি বলে জানা যায়। তবে এবছর আবার পুরনো ছন্দে ফিরে এসেছে মাজদিয়ার লালন উৎসব।

advertisement

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মাজদিয়ায় মহাসমারোহে পালন করা হচ্ছে লালন উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল