Siliguri News: দেশকে চিনতে, সংস্কৃতিকে জানতে সাইকেল নিয়ে উত্তরপূর্ব ভারত সফরে মালদহের দোকানি

Last Updated:

Malda Youth: ভারতীয় সংস্কৃতিকে চিনতে এবং সমাজকে রক্তদান সম্পর্কে অবচেতন করতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে মালদার এই যুবক।মালদা জেলার হবিপুর ব্লকের বাসিন্দা সুব্রত ওঝা ।

+
দেশকে

দেশকে চিনতে, সংস্কৃতিকে জানতে সাইকেল নিয়ে উত্তরপূর্ব ভারতের দিকে মালদার যুবক

অনির্বাণ রায়, শিলিগুড়ি : ভারতীয় সংস্কৃতিকে চিনতে এবং সমাজকে রক্তদান সম্পর্কে অবচেতন করতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে মালদার এই যুবক।মালদা জেলার হবিপুর ব্লকের বাসিন্দা সুব্রত ওঝা । পেশায় তিনি একজন মুদিখানার ব্যবসায়ী এবং একজন সমাজসেবীও বটে। দেশকে চিনতে, সংস্কৃতিকে জানতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন উত্তরপূর্ব ভারতের দিকে ।
সাইকেল নিয়ে ইতিমধ্যেই দশ দিনের সফর শেষ হয়েছে তার সুদূর মালদহ থেকে পৌঁছেছেন দার্জিলিং। দার্জিলিংয়ে পৌঁছে একটি ম্যারাথনে অংশগ্রহণ করেছেন তিনি। সেখান থেকে ফেরার সময় সাইকেল খারাপ হওয়ার কারণে শিলিগুড়িতে সাইকেল ঠিক করিয়ে  রওনা দেবেন সিকিমের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে ফিরে এসে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স-এ যাবেন বলে তাঁর পরিকল্পনা রয়েছে বলে জানান।
advertisement
আরও পড়ুন :  অসম্পূর্ণ পাঁচিল, প্রাথমিক স্কুলে দুর্ঘটনার মুখে পড়ুয়ারা, চিন্তায় কর্তৃপক্ষ
তাঁর বাইসাইকেলে লেখা রয়েছে "সেভ হিউম্যানিটি,রক্তদান জীবনদান"। এটা কেন লেখা রয়েছে জিজ্ঞেস করতেই তিনি জানান, "আমি মূলত মালদার হবিপুরের একজন সাধারণ ব্যবসায়ী। বাড়িতে থাকতে থাকতে একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এছাড়াও বিভিন্ন জায়গায় রক্তদান শিবির আয়োজনে করেছি। তাই মানুষকে রক্তদান সম্পর্কে অবচেতন করতে এই পোস্টার।"
advertisement
advertisement
আরও পড়ুন :  পরিকল্পনা ঝুলন্ত উদ্যানের, শীত বাড়তেই দূষণ রুখতে সবুজায়নে গুরুত্ব কলকাতা পুরসভার
তিনি  জানান " আমাদের দেশ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের শিল্প বিভিন্ন ধরনের মানুষ বাড়িতে বসে থাকলে সে সব চেনা দায়। তাই শিল্পকে জানতে মানুষকে চিনতে তার একটি বাইসাইকেলকে সঙ্গী করে বেরিয়ে পড়েছে উত্তর-পূর্ব ভারতের দিকে । এখনো পর্যন্ত তার দারুন অভিজ্ঞতা রয়েছে বলে সে জানায়।"
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: দেশকে চিনতে, সংস্কৃতিকে জানতে সাইকেল নিয়ে উত্তরপূর্ব ভারত সফরে মালদহের দোকানি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement