জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনের শোভাযাত্রা কৃষ্ণনগরের একটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা হিসেবে প্রচলিত রয়েছে আদি কাল থেকে। তার পরিপ্রেক্ষিতে প্রতিবছরের মত এই বছরেও বৃহস্পতিবার বেলা বারার সাথে সাথে স্থানীয় পুজো বারোয়ারী কমিটির সদস্যরা তাদের সুসজ্জিত ঘট বিসর্জন শোভা যাত্রায় অংশগ্রহণ করে। পাশাপাশি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় দূর দূরান্ত থেকে আগত উৎসাহী দর্শনার্থীদের। প্রশাসনের নির্দেশ মতো শোভাযাত্রাগুলি শহরের নির্দিষ্ট পথ ধরে প্রদক্ষিণ করার পর নিরঞ্জন ঘাটের দিকে অগ্রসর হয়।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বের সবথেকে উঁচু জগধাত্রী প্রতিমা এবার কৃষ্ণনগরে
এছাড়াও যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘট বিসর্জনকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তার মোড়কে শহর কৃষ্ণনগরকে ঘিরে ফেলা হয় পুলিশ প্রশাসনের নিরাপত্তায়। নিরাপত্তা জনিত কারণে শহরের ভেতরে এ দিন যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া হয় শহরের অভ্যন্তরে যাতায়াত করার বিভিন্ন পথঘাট। এক কথায় জগদ্ধাত্রী পূজার ঘট বিসর্জনের শোভাযাত্রা ও সঙ যাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয় গোটা শহরকে।
Mainak Debnath