Nadia News: বিশ্বের সবথেকে উঁচু জগধাত্রী প্রতিমা এবার কৃষ্ণনগরে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নদিয়ার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর শহর সেজে উঠেছে ইতিমধ্যেই আলোর রোশনাইতে। কলকাতা বাসীর আবেগ যদি দুর্গাপুজো হয় তাহলে বলা যেতে পারে কৃষ্ণনগরবাসীর আবেগ হল জগদ্ধাত্রী পুজো। আর এ বছর উপরি পাওনা কৃষ্ণনগরের ৫২ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা।
#কৃষ্ণনগর : নদিয়ার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর শহর সেজে উঠেছে ইতিমধ্যেই আলোর রোশনাইতে। কলকাতা বাসীর আবেগ যদি দুর্গাপুজো হয় তাহলে বলা যেতে পারে কৃষ্ণনগরবাসীর আবেগ হল জগদ্ধাত্রী পুজো। আর এ বছর উপরি পাওনা কৃষ্ণনগরের ৫২ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা। দীর্ঘ দু'বছর কোভিড মহামারী কাটিয়ে আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে কৃষ্ণনগরের ঐতিহ্য। কৃষ্ণনগর সন্ধ্যা পাড়ার প্রতিভা ক্লাব এবারে তৈরি করেছে বিশালাকৃতি ৫২ ফুটের এক জগদ্ধাত্রী প্রতিমা। দীর্ঘ দুমাস ধরে এই প্রতিমা বানানো হয়েছে বলেই জানালেন পুজো কমিটির সদস্যরা।
ইতিমধ্যেই এই ৫২ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষেরা। এর আগে একবার কলকাতার একটি ক্লাব তৈরি করেছিলেন বিশ্বের সবথেকে উঁচু দুর্গা। আর এবার কৃষ্ণনগরে তৈরি করা হল বিশ্বের সবথেকে উঁচু জগদ্ধাত্রী প্রতিমা। আর এই জগধাত্রী প্রতিমা দেখতে ইতিমধ্যেই দর্শনার্থীদের ঢল নেমেছে কৃষ্ণনগরের বুকে। প্রসঙ্গত, পুজোর আগের দিন সন্ধ্যেবেলাতেই দর্শনার্থীদের ঢল চোখে পড়ার মতো। বুড়িমার গেটের বাইরে থেকেই অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই।
advertisement
আরও পড়ুনঃ কৃষ্ণনগরের একমাত্র ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজো নুড়িপাড়া বারোয়ারি
এ বছর প্রায় থেকে সাত থেকে আট কেজি সোনার অলংকার প্রতিমাকে পরানো হয়েছে। এছাড়াও ভক্তদের বেশ কিছু মানসিক অলংকার ও পড়ানো হবে বলে জানা যায় পুজো কমিটির পক্ষ থেকেই। বুধবার নবমীর পুজো দেওয়ার জন্য ইতিমধ্যেই দর্শনার্থীরা একে একে লাইন দিয়ে কুপন কেটে পুজো দেওয়ার টোকেন সংগ্রহ করছেন। দীর্ঘ দু বছর পর করোনা আবহ কাটিয়ে ঢাকের আওয়াজের সাথে ফিরে এসেছে নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
November 03, 2022 2:04 PM IST