আগামী মঙ্গলবার দোলের রঙে রঙিন হবে সারা বাংলা। আর সেই উপলক্ষেই শ্রীচৈতন্যের জন্মভূমি মন্দির নগরী নবদ্বীপ ও মায়াপুরে আগাম উৎসবের ধুম লেগেছে। ইতিমধ্যেই দেশ বিদেশের অসংখ্য মানুষ এসে পৌঁছেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব তিথি উপলক্ষে ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে শুরু হয়েছিল এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা।
আরও পড়ুন: অ্যাডিনো মোকাবিলায় কালনা হাসপাতালে ১৬ শয্যার অতিরিক্ত শিশু বিভাগ চালু
advertisement
এই বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, সামনেই দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমা নিয়ে নদিয়াবাসীর আগ্রহের শেষ নেই। শ্রীচৈতন্যের জন্মভূমি শ্রীধাম নবদ্বীপ ও মায়াপুরে দোল উৎসব পালন করতে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত আসেন। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম জন্মতিথি উপলক্ষে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানগুলির মধ্যে বিশেষ উল্লেখ্য বৈষ্ণব সন্মেলন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্বশান্তি যোগ্য নৌকা বিহার, শোভাযাত্রা, বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, একাধিক সেমিনার, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দের দ্বারা বিভিন্ন ভাষায় কীর্তন, বিভিন্ন নাটক, সঙ্গীত।
সব মিলিয়ে দোলের আগেই রঙিন হয়ে উঠেছে মায়াপুর।
মৈনাক দেবনাথ