TRENDING:

Nadia News: দোলের আগে মায়াপুরের শেষ হল ইসকনের মণ্ডল পরিক্রমা

Last Updated:

দোলের আগে এই বছর প্রায় ১০০ দেশের পাঁচ হাজার বিদেশি ভক্ত এসেছেন মায়াপুরে। সেই সঙ্গে হাজার হাজার দেশের ভক্ত তো আছেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: শেষ হল নবদ্বীপের মণ্ডপ পরিক্রমা। গত ২৩ ফেব্রুয়ারি থেকে সাতটি দলে বিভক্ত হয়ে নবদ্বীপের ৯ টি দ্বীপে শুরু হয়েছিল দেশি ও বিদেশি ভক্তদের এই পরিক্রমা। পরিক্রমা শেষে একত্রিত হয়ে সকলে মিলিত হয় মায়াপুর ইসকন মন্দিরে। দোলের আগে এই বছর প্রায় ১০০ দেশের পাঁচ হাজার বিদেশি ভক্ত এসেছেন মায়াপুরে। সেই সঙ্গে হাজার হাজার দেশের ভক্ত তো আছেই। দোল পূর্ণিমা বা গৌড় পূর্ণিমা ঘটা করে পালিত হয় মায়াপুরের ইসকন মন্দিরে। আগামী ৭ মার্চ দোলের দিন মহাপ্রভুর জন্মের সন্ধিক্ষণে হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান।
advertisement

আগামী মঙ্গলবার দোলের রঙে রঙিন হবে সারা বাংলা। আর সেই উপলক্ষে‌ই শ্রীচৈতন্যের জন্মভূমি মন্দির নগরী নবদ্বীপ ও মায়াপুরে আগাম উৎসবের ধুম লেগেছে। ইতিমধ্যেই দেশ বিদেশের অসংখ্য মানুষ এসে পৌঁছেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব তিথি উপলক্ষে ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে শুরু হয়েছিল এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা।

আরও পড়ুন: অ্যাডিনো মোকাবিলায় কালনা হাসপাতালে ১৬ শয্যার অতিরিক্ত শিশু বিভাগ চালু

advertisement

এই বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, সামনেই দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমা নিয়ে নদিয়াবাসীর আগ্রহের শেষ নেই। শ্রীচৈতন্যের জন্মভূমি শ্রীধাম নবদ্বীপ ও মায়াপুরে দোল উৎসব পালন করতে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত আসেন। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম জন্মতিথি উপলক্ষে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানগুলির মধ্যে বিশেষ উল্লেখ্য বৈষ্ণব সন্মেলন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্বশান্তি যোগ্য নৌকা বিহার, শোভাযাত্রা, বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, একাধিক সেমিনার, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দের দ্বারা বিভিন্ন ভাষায় কীর্তন, বিভিন্ন নাটক, সঙ্গীত।

advertisement

View More

সব মিলিয়ে দোলের আগেই রঙিন হয়ে উঠেছে মায়াপুর।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: দোলের আগে মায়াপুরের শেষ হল ইসকনের মণ্ডল পরিক্রমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল