TRENDING:

Nadia News: ইন্ডিয়াজ গট ট্যালেন্টের ফাইনালে রানাঘাটের মেয়ে! দেশের মঞ্চে উজ্জ্বল বাংলার প্রতিভা

Last Updated:

দিনের পর দিন গ্রাম এবং মফস্বলের মেয়েরাও যে সাফল্যের উচ্চতর শিকড়ে পৌঁছে যাচ্ছে তারই প্রমাণ নদিয়ার রানাঘাটের পূজা চক্রবর্তী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: নদিয়ার রানাঘাটে মেয়ে এবার পৌঁছে গেল মুম্বাইয়ের সবথেকে বড় টিভি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের ফাইনালে। কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে, তারই এক নিদর্শন দেখলেন নদিয়ার রানাঘাট নাসরার পূজা চক্রবর্তী। দিনের পর দিন গ্রাম এবং মফস্বলের মেয়েরাও যে সাফল্যের উচ্চতর শিকড়ে পৌঁছে যাচ্ছে তারই প্রমাণ নদিয়ার রানাঘাটের পূজা চক্রবর্তী।
ইন্ডিয়াজ গট ট্যালেন্টের ফাইনালে রানাঘাটের মেয়ে! দেশের মঞ্চে উজ্জ্বল বাংলার প্রতিভা
ইন্ডিয়াজ গট ট্যালেন্টের ফাইনালে রানাঘাটের মেয়ে! দেশের মঞ্চে উজ্জ্বল বাংলার প্রতিভা
advertisement

বর্তমানে তিনি ইন্ডিয়ার সবথেকে বড় রিয়েলিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্ট প্রতিযোগিতায় রয়েছেন। তার জীবনের কাহিনী শুনলে আপনিও হয়তো একটু অবাকই হবেন। অন্যান্য মেয়েদের মত তার জীবনটা কিন্তু সহজ সরল নয়। কঠোর পরিশ্রমের পর রাজ্যের গণ্ডি পেরিয়ে এ বার দেশের ডান্স ট্যালেন্ট কম্পিটিশনে মুখ উজ্জ্বল করতে চলেছেন তিনি।

advertisement

মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ২০০ জন প্রতিনিধির মধ্যে ১৬ জন প্রতিনিধিকে বাছা হয়েছিল। যেখানে জায়গা করে নিয়েছেন রানাঘাটের পূজা চক্রবর্তীও। ইন্ডিয়াজ গট ট্যালেন্টে যে যার নিজস্ব প্রতিভা নিয়ে যায়। পূজা চক্রবর্তীও তেমনই৷ তার নিজস্ব প্রতিভায় তিনি এবং তার গ্রুপের সদস্যরা মিলে নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইতিমধ্যেই। এবং বর্তমানে তারা প্রথম ১৪ টি টিমের মধ্যে অন্যতম। এই রিয়েলিটি শো এর বিচারক হিসেবে রয়েছেন স্বনামধন্য অভিনেত্রী কিরণ খের, র‍্যাপার বাদশা ও শিল্পা শেঠি।

advertisement

View More

মা, বাবা আর মেয়েকে নিয়ে রানাঘাটের মেয়ে পূজার পরিবার। তার বাবা বর্তমানে শারীরিকভাবে অক্ষম এমনকি নিজে তিনি একজন সিঙ্গেল মাদার। রয়েছে বাড়িতে তাদের শাড়ির ব্যবসা। ছোট থেকেই তার নাচের প্রতি খুবই আগ্রহ। আগে ক্লাসিকাল এবং পাশ্চাত্য নৃত্য করতেন তিনি। তিনি জানান তার দুই শিক্ষকের জন্যই তিনি আজ এখানে।

এছাড়াও পূজা চক্রবর্তী আরও বলেন, যাঁরা তাকে নিয়ে সমালোচনা করতো তাদেরকে উত্তর দেওয়ার জন্যই তিনি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছেন। তিনি নিজে একাই তার কন্যা সন্তানকে কোলেপিঠে বড় করেছে। তিনি তার সুপ্ত প্রতিভাকে সকলের সামনে আনার জন্য যে অতুলনীয় প্রচেষ্টা করেছিলেন তার ফল পেতে আর কিছু দিনেরই অপেক্ষা।

advertisement

আরও পড়ুন: সুসজ্জিত লঞ্চে গঙ্গাবক্ষে ভ্রমণ! পর্যটকদের বাড়তি আকর্ষণ নবদ্বীপে

তার প্রচেষ্টার পিছনে যেমন দুই শিক্ষকের অবদান অতুলনীয় ঠিক তেমনই তার পরিবার তাকে সমস্ত রকম ভাবে সমর্থন করায় তিনি এতদূর এগোতে পেরেছেন। তবে এখনও তার অনেকটা পথ হেঁটে চলা বাকি। তার কন্যা সন্তানকে তিনি এটা বোঝাতে চান কখনও থেমে থাকতে নেই থেমে থাকলেই সমস্ত কিছু হাতের বাইরে চলে যায়। সকলে ভালোবাসা ও আশীর্বাদে পূজা যাতে অনেক দূর এগোতে পারে তারই কামনা বর্তমানে করছেন তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ইন্ডিয়াজ গট ট্যালেন্টের ফাইনালে রানাঘাটের মেয়ে! দেশের মঞ্চে উজ্জ্বল বাংলার প্রতিভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল