Nadia News: সুসজ্জিত লঞ্চে গঙ্গাবক্ষে ভ্রমণ! পর্যটকদের বাড়তি আকর্ষণ নবদ্বীপে
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
Last Updated:
বাবুঘাটের লঞ্চ পরিষেবা ব্যবস্থার মতোই নবদ্বীপে ও এই লঞ্চ পরিষেবা ব্যবস্থার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। দিনে ২ বার এই লঞ্চ পরিষেবা দেওয়া হবে যাত্রীদের জন্য
নবদ্বীপ: গঙ্গার ঘাটেও এবার সুসজ্জিত লঞ্চে করে গঙ্গাভ্রমণ। কলকাতা বাবুঘাটের মিলেনিয়াম পার্কের কাছে যেমন বাবুঘাটের সুসজ্জিত লঞ্চ পরিবহনের ব্যবস্থা রয়েছে। সেখানে লঞ্চে করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যেমন বিভিন্ন ঘাটে ঘাটে ভ্রমণ করানো হয়, ঠিক তেমনই নবদ্বীপ গঙ্গা ঘাটেও চালু হল লঞ্চ পরিষেবা।
মূলত নবদ্বীপ পৌরসভা ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করা হল নবদ্বীপের গঙ্গার ঘাটে। এবং যার ফলে নবদ্বীপে আগত পর্যটক ও ভ্রমণ পিপাসু মানুষদের জন্য যোগ হল এক বাড়তি বিনোদন।
advertisement
বিকালের সন্ধ্যায় ফুরফুরে হাওয়া আর তার সঙ্গে গঙ্গাবক্ষে এই সুসজ্জিত লঞ্চ পরিষেবা, নবদ্বীপের পর্যটন শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে বলে আশা করছেন উদ্যোক্তারা। নবদ্বীপে প্রতিদিন হাজার হাজার পর্যটক গঙ্গা দর্শন এবং পুণ্য স্নান করতে আসেন, এই পরিষেবা চালু হওয়ার ফলে তাদের অনেকটাই সুবিধা হবে বলে আশা করা যাচ্ছে ।
advertisement
বাবুঘাটের লঞ্চ পরিষেবা ব্যবস্থার মতোই নবদ্বীপে ও এই লঞ্চ পরিষেবা ব্যবস্থার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। দিনে ২ বার এই লঞ্চ পরিষেবা দেওয়া হবে যাত্রীদের জন্য। সকাল ৮ টা থেকে ১ টা ও বিকেল ২ টো থেকে ৬ টা পর্যন্ত এই লঞ্চের পরিষেবা ব্যবস্থার সময়।
নবদ্বীপ ফাঁসিতলা গঙ্গার ঘাট থেকে চলবে এই লঞ্চ পরিষেবা । এবং টিকিটের মূল্য ধার্য করা হচ্ছে মাথাপিছু ২০০ টাকা করে। দুতল আকার বিশিষ্ট সুসজ্জিত এই লঞ্চ একসঙ্গে প্রায় শতাধিক লোক বহন করতে পারবে বলে জানা যায়।
advertisement
সাড়ম্বরের সুসজ্জিত এই লঞ্চ পরিষেবা উদ্বোধন হল নবদ্বীপের পৌরসভার উদ্যোগে । লঞ্চ পরিষেবা ফিতে কেটে উদ্বোধন করেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। এছাড়াও এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা ও একাধিক নেতৃত্ববৃন্দরা। স্বাভাবিকভাবেই গঙ্গাবক্ষে ঘুরে বেড়ানোর সুসজ্জিত এই লঞ্চ উপহার পেয়ে খুশি গোটা নবদ্বীপবাসী।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 12:17 AM IST