TRENDING:

Nadia News: প্রতিমার অর্ডার থাকলেও মাটি, রঙের দাম বাড়ায় পুজোর আগে চিন্তায় প্রতিমা শিল্পীরা

Last Updated:

ঠাকুর তৈরির উপকরণের দাম অনেকটা বেড়ে যাওয়ায় বিপদে প্রতিমা শিল্পীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: আর তিন মাস‌ও বাকি নেই দুর্গাপুজোর। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য প্রস্তুতি তুঙ্গে। অনেক জায়গাতেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের‌ও। এবার পুজোর অর্ডার বাড়ায় অনেকটা আগে থেকেই কাজ শুরু করে দিয়েছেন প্রতিমা শিল্পীরা।
advertisement

আরও পড়ুন: মল মাস বলে শ্রাবণে তারকেশ্বরে ভক্তের ভিড় পাতলা, মাথায় হাত ব্যবসায়ীদের

নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকাটি মাটির পুতুল ও প্রতিমা তৈরির জন্য বিশ্বজোড়া বিখ্যাত। এখানে তৈরি প্রতিমা প্রতিবছরই পাড়ি দেয় বিদেশ। পুজো এগিয়ে আসতেই এখানকার মৃৎশিল্পীদের মধ্যে তৎপরতা তুঙ্গে উঠেছে। তবে মাটি, রং ইত্যাদি প্রতিমা তৈরির উপকরণের দাম অনেকটাই বেড়ে যাওয়ায় চিন্তায় আছেন মৃৎশিল্পীরা।

advertisement

উপকরণের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে নদিয়ার এক মৃৎশিল্পী সুভাষ হালদার জানান, ঠাকুর তৈরি করব কী করে লেবার ও জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে অর্ডার থাকলেও কাজ করতে গিয়ে হিমশিম খাওয়ার জোগাড়। এছাড়াও প্রতিমা তৈরির শ্রমিকের যোগানে এই বছর সমস্যা আছে বলে জানান তিনি। এই পরিস্থিতিতে প্রতিমার দাম বাড়িয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন মৃৎশিল্পীরা। তবে তাতে কতটা কাজ হবে তা নিয়ে সংশয় আছে। কারণ দাম বাড়ালে অর্ডার কমে যেতে পারে বলে আশঙ্কা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: প্রতিমার অর্ডার থাকলেও মাটি, রঙের দাম বাড়ায় পুজোর আগে চিন্তায় প্রতিমা শিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল