Hooghly News: মল মাস বলে শ্রাবণে তারকেশ্বরে ভক্তের ভিড় পাতলা, মাথায় হাত ব্যবসায়ীদের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
এবার শ্রাবণ মাস মল মাস হওয়ায় তারকেশ্বরে শিব ভক্তদের ভিড় অনেকটাই কম। আর তাতেই ক্ষতির আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা
হুগলি: শ্রাবণ মাস পড়তেই পূর্ণার্থীদের ভিড় হতে শুরু হয়েছে বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে। সেখান থেকে বাঁকে গঙ্গার জল তুলে কাঁধে করে নিয়ে ভক্তরা রওনা দেন শৈব তীর্থ তারকেশ্বরের উদ্দেশে। তবে এই বছর শ্রাবণ মাস তিথি অনুযায়ী মল মাস হিসেবে চিহ্নিত হওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। হিন্দু রীতি অনুযায়ী মল মাসে যেহেতু পুণ্য কাজ করতে নেই তাই এই বছর তারকেশ্বরে ভক্ত সমাগম অনেকটাই কম হবে বলে আশঙ্কা। আর তাতেই বিক্রি বাটা কম হওয়ার সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা।
বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে বাঁকে জল নিয়ে ২৭ কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে পৌঁছন পুণ্যার্থীরা। এই গোটা পথ জুড়ে থাকে কড়া নিরাপত্তা। কিন্তু মল মাসের কারণে এবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তেমন ভিড় না হওয়ায় মুষড়ে পড়েছেন ব্যবসায়ীরা।
advertisement
advertisement
নিমাইতীর্থ ঘাটের এক ব্যবসায়ী এই প্রসঙ্গে বললেন, এ বছর বাজার একদমই ভাল নয়। লোক অন্যান্য জায়গা থেকে বাঁক সাজিয়ে আসছে, এখান থেকে জল তুলে নিয়ে চলে যাচ্ছে। তাছাড়া মল মাস বলে পুণ্যার্থীর সংখ্যাই অনেকটা কম। ওই ব্যবসায়িক দাবি, বিক্রি বাটা তেমন একটা না থাকায় দোকানের কর্মচারীদের বসে বসে মাইনে গুনতে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, শ্রাবণের প্রথম সোমবার অন্যান্যবারের থেকে ৫০ শতাংশ কম ভিড় হয়েছে তারকেশ্বরে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 7:47 PM IST