আরও পড়ুন: একের পর এক চুরি, আতঙ্ক মাথাভাঙায়
কর্নিয়া সংগ্রহকারী সংগঠনের সদস্য রঘুনাথ কর্মকার জানান, শান্তিপুরের শান্তিঘর কলোনি এবং চর এলাকায় বেশ কিছু দৃষ্টিহীন ব্যক্তি একইভাবে দৃষ্টি ফিরে পেয়েছেন। মৃতের কর্নিয়া সংগ্রহ করে রাখলে এই একই পথে আরও বহু মানুষের চোখের অন্ধকার ঘুচবে বলে তিনি জানান। বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কর্নিয়া প্রতিস্থাপনের গোটা বিষয়টি করা সম্ভব হচ্ছে। ফলে দুস্থ পরিবারগুলিও বিনা খরচে এই বিশেষ সুবিধে লাভ করছে।
advertisement
শান্তিপুর মরমি বলে সংগঠনটি ২০১১ সাল থেকে মৃতদের কর্নিয়া সংগ্রহ করে তার মাধ্যমে দৃষ্টিহীনদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার কাজ করে চলেছে। তাঁরা প্রথম কর্ণিয়া সংগ্রহ করেন ২০১৪ সালে। এই সংস্থার মাধ্যমে এখনও পর্যন্ত মোট ১৬৭ জন ব্যক্তির কর্নিয়া সংগ্রহ করা হয়েছে। এই সংক্রান্ত প্রয়োজনে ইচ্ছুকরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন:
অধ্যাপক তপন মজুমদার- ৯৭৩২৫১৯০৮২
রঘুনাথ কর্মকার- ৭০০১৪৭৪৯৯৮
মৈনাক দেবনাথ