Coochbehar News: একের পর এক চুরি, আতঙ্ক মাথাভাঙায়
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
মাথাভাঙার ৯ নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সঞ্জীব রায়ের বাড়িতে চুরি হয়েছে। কিছুদিন আগেই তাঁর পাশের বাড়িতে একইভাবে রাতের অন্ধকারে চুরি হয়
কোচবিহার: গ্রাম থেকে শুরু করে মাথাভাঙা শহর, সর্বত্র হঠাৎই বেড়ে গিয়েছে চুরি। একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেই চলেছে মাথাভাঙায়। আতঙ্কে ভুগছে এলাকার মানুষ। সকলেই এরপর নিজের বাড়িতে বিপদ ঘটার আশঙ্কায় কাঁটা হয়ে আছেন।
মঙ্গলবার গভীর রাতে মাথাভাঙার ৯ নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সঞ্জীব রায়ের বাড়িতে চুরি হয়েছে। কিছুদিন আগেই তাঁর পাশের বাড়িতে একইভাবে রাতের অন্ধকারে চুরি হয়। কিছু দিনের ব্যবধানে দুটি পাশাপশি বাড়িতে চুরির ঘটনায় গোটা এলাকার মানুষ ভয়ে ও আতঙ্কে রয়েছেন।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকার ও বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়িতে ঢুকেছিল চোর। বাড়ির পাঁচিল টপকে ঢুকে ঘরের তালা ভাঙে। তারপর এক এক করে আলমারি ও শোকেসের তালা ভেঙে বেশ কিছু টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। সকালে প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা বাড়ির মালিককে খবর দেন। তিনি এসে দেখেন বাড়িতে চুরি হয়েছে। এরপর ফোন করে মাথাভাঙা থানায় বিষয়টি জানানো হয়।
advertisement
পুলিশ সূত্রে খবর, গোটা মাথাভাঙা জুড়ে একের পর এক চুরির ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে চলছে। পুলিশের আশ্বাস দ্রুত এই ঘটনার কিনারা করে ফেলা হবে।
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 11:16 PM IST







