TRENDING:

Nadia News: রাস্তায় সামান্য স্ল্যাব বসানো নিয়ে ঝামেলা, রেগে ইট মেরে প্রতিবেশীর মাথা ফাটিয়ে দিল পাশের বাড়ির সদস্য!

Last Updated:

সুত্রাগড় এলাকার ভাদুড়ি পাড়ার রঞ্জিত চৌধুরী বাড়ির পাশে স্ল্যাব বসাচ্ছিলেন। তাঁর অভিযোগ, প্রতিবেশীদের কয়েকজন এই স্ল্যাব বসানোয় বাধা দেয়। একপর্যায়ে তাঁদের তৈরি করা নতুন স্ল্যাব ভেঙে দেওয়া হয়। সেই ঘটনার প্রতিবাদ করলে রঞ্জিত চৌধুরী ও তাঁর পরিবারের উপর চড়াও হয় প্রতিবেশীরা। হটাৎ‌ই ইট দিয়ে আঘাত করা হয় রঞ্জিত চৌধুরীর মাথায়। এছাড়াও তাঁর স্ত্রী ও পুত্রকেও বাঁশপেটা করা হয়েছে বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: রাস্তায় স্ল্যাব বসানোকে কেন্দ্র প্রতিবেশীদের মধ্যে ব্যাপক ঝামেলা। বচসা চলতে চলতেই শুরু হয় মারামারি। এরপরই ইট দিয়ে প্রতিবেশীর মাথায় আঘাত করে। এই ঘটনায় একই পরিবারের তিন সদস্য গুরুতর জখম হয়। তিল থেকে তাল হওয়ার এই ঘটনাটি শান্তিপুরের।
advertisement

এখানকার সুত্রাগড় এলাকার ভাদুড়ি পাড়ার রঞ্জিত চৌধুরী বাড়ির পাশে স্ল্যাব বসাচ্ছিলেন। তাঁর অভিযোগ, প্রতিবেশীদের কয়েকজন এই স্ল্যাব বসানোয় বাধা দেয়। একপর্যায়ে তাঁদের তৈরি করা নতুন স্ল্যাব ভেঙে দেওয়া হয়। সেই ঘটনার প্রতিবাদ করলে রঞ্জিত চৌধুরী ও তাঁর পরিবারের উপর চড়াও হয় প্রতিবেশীরা। হটাৎ‌ই ইট দিয়ে আঘাত করা হয় রঞ্জিত চৌধুরীর মাথায়। এছাড়াও তাঁর স্ত্রী ও পুত্রকেও বাঁশপেটা করা হয়েছে বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: অফিসে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু ব্যাঙ্ক কর্মীর

এই ঘটনার পর রঞ্জিত চৌধুরী স্ত্রী-পুত্রকে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর শান্তিপুর হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করান। এরপর শান্তিপুর থানায় গিয়ে গোটা ঘটনা জানিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আক্রান্ত রঞ্জিত চৌধুরীর দাবি, প্রতিবেশী পরিবারের সদস্যরা যেভাবে হুমকি দিচ্ছে তাতে তাঁরা আতঙ্কে ভুগছেন। পুলিশ কড়া পদক্ষেপ না নিলে বড় বিপদ ঘটতে পারে বলে দাবি করেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: রাস্তায় সামান্য স্ল্যাব বসানো নিয়ে ঝামেলা, রেগে ইট মেরে প্রতিবেশীর মাথা ফাটিয়ে দিল পাশের বাড়ির সদস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল