TRENDING:

Nadia News: প্রেমিকার 'প্রতিবাদী' মেয়েকে খুনের দু'দিন পর অভিযুক্ত প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার!

Last Updated:

মায়ের অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় প্রেমিকার মেয়েকে খুন করার অভিযোগ উঠেছিল সুজিত বিশ্বাসের বিরুদ্ধে। তার দু'দিন পরই ঝুলন্ত দেহ উদ্ধার হল ওই অভিযুক্ত প্রেমিকের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: তাঁর বিরুদ্ধে প্রেমিকার 'প্রতিবাদী' মেয়েকে খুনের অভিযোগ ছিল। গত বুধবার প্রেমিকার মেয়ের অস্বাভাবিক মৃত্যুর পর গা ঢাকা দিয়েছিলেন 'প্রেমিক' সুজিত বিশ্বাস। শনিবার তাঁর‌ই ঝুলন্ত দেহ উদ্ধার হল! এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছেন নদিয়ার চাকদহে।
advertisement

সূত্রের খবর, গত বুধবার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করে দ্বাদশ শ্রেণির ছাত্রী লিপিকা মণ্ডল (১৮)। এরপরই তার অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ, ওই স্কুলছাত্রী মায়ের সঙ্গে বাইরে বের হলে অতর্কিতে তাকে আক্রমণ করে মায়ের প্রেমিক সুজিত বিশ্বাস। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে লিপিকাকে। অস্ত্রের আঘাতে ওই কিশোরীর একটি হাত কাটা পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজিত বিশ্বাস পলাতক ছিল। শনিবার সেই সুজিতের‌ই ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক।

advertisement

আরও পড়ুন: পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ দুর্গাপুরের শিল্পপতিরা, টোল ট্যাক্স আতঙ্কে গাড়ি না ঢোকার অভিযোগ

জানা গিয়েছে, মৃত সুজিত প্রথমে বিষ পান করেন। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। গাংনাপুর থানার গোপিনগর এলাকার এক বাঁশবাগান থেকে ওই অভিযুক্ত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

advertisement

View More

সুজিতের অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর 'প্রেমিকা' তথা মৃত লিপিকার মাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কেন ওই যুবক প্রেমিকার মেয়েকে খুন করলেন আর কেনই বা নিজে আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: প্রেমিকার 'প্রতিবাদী' মেয়েকে খুনের দু'দিন পর অভিযুক্ত প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল